Sunday, May 12, 2019

ছোট্টো পাখি

ছোট্টো পাখি

__ এম এ মাসুদ রানা ____


সবুজ বনের ছোট্ট পাখি
অবুঝ তার মন!
জানে না এই  জগৎ জুড়ে 
আছে অন্য জন!


কে আপন কেইবা তার পর
জানতে চাই না কখন 
আপন মনে ঘুরে বেড়ায় ঘুরে
সুখ থাকে না যখন। 


 নীল আকাশের বুকে বসে
আছে সে মহাসুখে 
তাইতো সে নিজে দুঃখ ভুলে
থাকতে চাই  সুখে!

No comments: