ছোট্টো পাখি
__ এম এ মাসুদ রানা ____
সবুজ বনের ছোট্ট পাখি
অবুঝ তার মন!
জানে না এই জগৎ জুড়ে
আছে অন্য জন!
কে আপন কেইবা তার পর
জানতে চাই না কখন
আপন মনে ঘুরে বেড়ায় ঘুরে
সুখ থাকে না যখন।
নীল আকাশের বুকে বসে
আছে সে মহাসুখে
তাইতো সে নিজে দুঃখ ভুলে
থাকতে চাই সুখে!
No comments:
Post a Comment