Wednesday, May 8, 2019

নারী

       


         নারী

এম এ মাসুদ রানা 


হে মুসলিম নারী,
কিছু কথা বলি
তোরা শোন, তোরা শোন,
পার্লা‌রে কেন যাও?
ওজুর পানির চেয়ে,
ভালো মেকাআপ
পৃথবীতে আছে বল কী?

তোদের সৌন্দ‌র্যের প্রকৃত রুপ
ঢাকা প‌রে বেরঙ্গের মেকআ‌পে!
মে‌য়েদের সম্মান বাড়ে শুধু
পর্দা আর ইবাদতে।

তাই ব‌লি কি শোন
দুনিয়াবি ও মেকআপ ছেড়ে
দীন ইসলামের পথে চলো!!
এই পথেতে পাবে তোরা
জান্নাতের আলো!!

No comments: