Saturday, June 1, 2019

মা

__________মা____________
____এম এ মাসুদ রানা_______

মা!
তোমার আঁচল এতো যে নিরাপদ
আমি বুঝতে পেরেছি আজ।
তোমার গর্ভ হতে জন্ম আমার
তবু কেন এত জীবনের লাগি বাজি।

মা'গো!
তোমার আমার একই নরীতে বাধা প্রান
ভুলে যাইনি গো মা আজো আমি।
কাজের চাপে ভুলে আছি মা
'করো না অভিমান!
করলে অভিমান
তোমার অভিমানে হবে অকল্যাণ।
তুমি মমতা ময়ী মা' গো তুমি মমতা ময়ী!
আমি পরাজিত তুমি জয়ী।।

মা !
তোমার কাছে তোমার খোকা
তোমার জীবনের চাইতে দামী
তাইতো আমারে রেখেছিলে যঠরে জানে অন্তযামি।

তোমার বকনিতে মধু মাখা
মাগো শাষনেও আদর মাখা!
আমি দৃষ্টির আড়ালে গেলে
পরে মাগো তোমার হৃদয় হাহাকার করে।

 (শূন্য )ফাঁকা !
আমি  অধম মাগো
তোমার সন্তান
তুমি উওম আমি জানি ।
মা বড়ই আমি অপরাধী মাগো •••••••••○○

No comments: