Saturday, June 1, 2019

নিমন্ত্রণ

       
নিমন্ত্রণ 

মোঃ জুলফিকার আলী জিল্লুর 


দু'টি
উজ্জ্বল
বর্ণ -
একটি শব্দ
নিয়ে এলো -
একটি
রুপালী ধনুকী চাঁদ
সাথে এলো -
সোনালী বিহন
নানা সাজ নানা রুপে
অপেক্ষিত ঈদ-
অবিরাম অন্তহীন সুখ-
অপেক্ষা,অফুরান ভালবাসা
হৃদয় ডাক তুলে-
আপন জন
প্রিয়োজন
বন্ধু স্বজন
নতুন নাম
নতুন ইঙ্গিত
নতুন ভাষা
নতুন নিমন্ত্রণ।

No comments: