Sunday, July 14, 2019

চোখের ভাষা

_______ চোখের ভাষা ________
_____ এম এ মাসুদ রানা _______

চোখে বুঝা যায় মনের কথা 
তারই মাঝে থাকে মনের ব্যথা।
চোখে চোখ রেখে শুধু নয়
হাতে হাত রেখেও শুধু নয়।
চোখের ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।

জীবনে কখনও চোখে চোখ রেখে
অনুরাগে অনুরাগের পত্র লেখে।
পত্রের সে, ভাষা বুঝতে হলে
মনের মতো একটা মন থাকা চাই।।

তাই তো এ চোখ, 
কখনও হাসে, কখনও কাঁদে।
অশ্রু জলে আবার কখনও ভাসে।
চোখের ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।

No comments: