Friday, July 19, 2019

তোমার ফুল

 তোমার ফুল  

এম এ মাসুদ রানা


গোলাপ রজনীগন্ধা ফুল থাকতে
তুমি দিলে যে, ফুল আমায়!
জুঁই চামেলি গাঁদা বকুল
এ কোন ফুল দিলে আমায়?

এই ফুল নয়তো সেই ফুল
যে ফুলের কারণে প্রতিনিয়ত হচ্ছিল
আমার  শত শত ভুল।
স্বপ্নদেশে নিত্য নিয়ে রাঙিয়ে যাও।
এসো কাছে, বসো পাশে
দূর থেকে কী যে, সুখ তুমি পাও?

কথা ছিল তো,
এসে হৃদয় বাগানে, ফুটাবে প্রেমের ফুল
তা না করে করেছো তুমি
অন্তর আমার কাঁটার দুই কূল।

যে ফুল ফুটিয়েছো, সে ফুল তো ফুল নয়
তবে কী ছিলো, সব তৃষ্ণার্ত ভুল?
তোমার প্রেমের বাগানে,
হাঁটতে যাওয়ায় হয়েছিলো বড় ভুল
তাই তো এখন হারিয়েছি দুই কূল।

No comments: