Thursday, July 25, 2019

মানব শিখা

    

     মানব শিখা 

   এম এ মাসুদ রানা


মানব শিখায় উঠেছে মানবতা
শুঁকুন সেজেছে বিহঙ্গ।
কুকুর-বিড়াল ঘুরছে বুক ফুলিয়ে
মানুষকে করেছে কীটপতঙ্গ।

আকাশ ছায়ায় শকুন উড়েছে
পরিমল মানচিত্র ভয় পয়েছে,
পতাকা হবে কী কিছু ক্ষয়?
স্বাধীন বাংলায় কেমনে এ-সব হয়?
দাসের জীবন বহন করে জনতার।
নদীর জলে লাশ ভাসে
শুকুনেরা খেতেই আসে।

পরিমল মানচিত্র ঠুকরে খাচ্ছে,
কোন এক শুঁকুনের দল?
জাতীকে করেছে পদতল।
বিবেক জুড়ে বইছে ঝড়ো
হরিলুটের বাতাস!
পরবো না'কি আর স্বস্তির শ্বাস।

No comments: