Tuesday, July 23, 2019

ঝড়ের ডরে

ঝড়ের ডরে

জিল্লুর 


মেঘ ভেঙে যাই
মেঘ ভেঙে যাই
থালায় থালায় জল।
মনের ভিতর ভয়ের রাজা
করছে কলাহল।

মেঘ ফেটে যাই
মেঘ ফেটে যাই
আগুন নিয়ে খেলে
চোখ জোড়াতে ঝাপসা লাগে
খেলা দেখতে গেলে।

জল পড়ে যাই
জল পড়ে যাই
একটু নাহি থামে
ঘরের ভেতর জল ভরেছে
ভয় ধরেছে দমে।

বান ভেসে যাই
বান ভেসে যাই
ধবংস লীলা নিয়ে
ঘর ভাসছে মানুষ ভাসছে
জীবন ছেড়ে দিয়ে।

শিশু কেঁদে যাই
বুড়ো কেঁদে যাই
ঝরের হাওয়ায় বেগে
মা ভেসে যাই বানের ঝরে
ভাই কেঁদে যাই রেগে।

No comments: