Sunday, July 7, 2019

প্রার্থনা

        প্রার্থনা 

এম এ মাসুদ রানা 


প্রভু আমায় নিয়ও ক্বাবা ঘরে
তোমার অসীম দয়া ঢেলে!
আমার হৃদয় শান্ত হবে
তোমার ক্বাবার দেখা পেলে!

মুলতাজামে বুক ছোঁয়াবো
চোখ ভেজাবো জলে!
হাজরে আসওয়াদে চুম্বন দেব
পাপ থেকে পাবো পরিত্রাণ।
জমজম কূপের পানি করবো পান
করবে পূরণ তুমি মনের টান।
ইয়া ইলাহীর ক্বাবার ছোঁয়ায়
আমার হৃদয় হবে ম্লান!

দিন রজনী স্বপ্ন জাগে
কবে যাবো ক্বাবা ঘরে।
হৃদয় মাঝে আহামরি
করছি আমি ছুটাছুটি!
কখন যাবো ক্বাবা ঘরে!

No comments: