Thursday, October 31, 2019

ক্ষমা চাই

                       ক্ষমা চাই

                       এম এ মাসুদ রানা 

“””””””””””””””””””””””””””””””””””””””"""""""""''''''''''""""''''''""""""""""""
মনের অজান্তে কাউকে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চাই,
হতে পারে এমন দুর্ঘটনা আচার-আচরণ বা কথাই।
আমি মানুষ আমারও ভুল আছে, কেউ ভুলের উর্ধে নয়,
জ্ঞানীগুণী, মহামানব, পীর-দরবেশ ভুল করে নিশ্চয়ই ।

আমি তো কে এক তুচ্ছ মানুষ আমার জ্ঞানই কতটুকু,
নগন্য জ্ঞানের অধিকারী মানুষ সরিষা পরিমান যতটুকু।
মানুষ গর্বে ফেটে পড়ে, দেখায় কি দাপট, কি অহংকার?
ভুলে থাকে সৃষ্টি, ভুলে থাকে প্রভুকে, ভুলে থাকে শেষ বিচার।

ক্ষমা করে দাও হে স্বজন বন্ধু সখি নিরন্তর কাঁদে এ আঁখি,
করেছি কোন দোষে, মরছি পিষে নিদারুন ব্যথা ওঠে বুকে?
এই ব্যথার কারণে আজ আমি বেঁচে আছি ধুঁকেধুঁকে।
একদিন চলে যাবো, যে যার মতো সকল বন্ধন ছিঁড়ে,
তাকাতে পারবে না কেউ আর পিছু ফিরে-ফিরে,
স্বজন বন্ধু সখি সকলে রবে আপন-আপন নীড়ে।

হবে না দেখা খোলা-মেলা সেই দিন মরনের পরপারে,
কিঞ্চিৎ ব্যাথা যদি দিয়ে থাকি ধরণীর বুকে কোনো ছলে,
বুকে জমা রেখ না তুমি মন থেকে ক্ষমা করে দিও স্বজন বলে।
শুধরে নাও, ক্ষমা দাও, নয়লে মুক্তি পাব না কোন কালে।

Sunday, October 27, 2019

তমি আর ফিরবে না

তুমি আর ফিরবে না

    এম এ মাসুদ রানা 


আমি জানি!
তুমি কখনো ফিরবে না
আমার এই স্বপ্ন সাঁজানো নীড়ে
থাকবে তুমি শত মানুষের ভীড়ে।
ধরবে না আমার দুটি হাত
তবু চাই, সুখি হও, তুমি সুখী হও,
তোমার মনের মতো নীড়ে।

আমি জানি!
প্রতিক্ষার প্রহর শেষে হবার নয়
ফুটবে না ঊষার আলো পূর্ব গগণে
তবু আছি তোমার অপেক্ষায় বিহনে।
আসবে না সূর্য প্রভাত আমার লগ্নে
তোমাকে দেখি যে আমি শয়নে-স্বপনে।

Sunday, October 20, 2019

এসো দ্বীনের পথে

এসো দ্বীনের পথে 

       এম এ মাসুদ রানা 


ধর্ম ছেড়ে গোমূত্র খোঁড় হয়ো না,
পাইবা না ভাই কোন ছাড়,
সুযোগ বুঝে তারাই ধরে মারবে আছার।
মোরা নয় কারো হাতের গড়া পুতুল
ইচ্ছা মতো করবে তোরা অদলবদল
জীবনটা তোকে যে, করেছে দান
দানের ফলে রেখেছো কি তার মান?

জালিমেরে ভয় করছিস তোরা
বলো তোরা এটাই হলো বাঁচা মরা।
মরণ থেকে বাঁচতে পারবে নাতো ভাই
সত্য হলো বলি তাই,
ইলাহি ছাড়া বাঁচার কোন রাস্তা নাই
যদি বলো আছে, সবে পুরে হয়েছে ছাই
ঐ পথে বাঁচার কোন উপায় নাই।

অতীত যতো ঘটেছে, সবে ভুলে চলো
শুদ্ধি লাভের তরে খোদা সাথে বলো।
তারেই ফলে খোদা, তার বাড়াবে হাত,
সেই কারনে তরে পেয়ে যাবি নাজাত।
তাঁর কাছে চাও তুমি পরিত্রান।
বর্ষণ করো করুন সুরে মাগফিরাতে
তহলেই তো খোদা থাকবে তোমার সাথে।

তোরা চুপ থাক

তোরা চুপ থাক

 এম এ মাসুদ রানা 


তোদেরকে বলছি,
আমি তোদেরকেই বলছি!
তোরা কিছুই দেখো নাই,
তোরা কিছুই শুনো নাই,
তোরা কিছুই জানো নাই।

তোরা করছো কেন বাহাদুরি?
তোরা করছো কেন বাড়াবাড়ি?
তোরা করছো কেন মাতামাতি?
তোরা করছো কেন কাড়াকাড়ি?
তোরা করছো কেন নাচানাচি?

তোদের ভাবনাতে কি আসে যায়?
তোদের  মরনের কি ভয় নাই?
তোদের বাঁচবার কি স্বাদ নাই?
তোদের জীবনের কি মায়া নাই?

দেশ চলবে মোদের কথায় তোদের কি আসে য়ায়?
তোরা পড়তে গেছো, পড়তে থাকো এটাই তোদের কাজ।
দেশের ভাবনা, ভাবার মতো তোমাদের দরকার নাই।
দেশের ভাবনা, ভাবতে ভাবতে এসেছো মৃত্যু কাছাকাছি
মৃত্যুকে ভয় না করে, দেশের জন্য ধরেছো জীবনবাজি,
জীবন নিয়ে করছো কেন এতো মাতামাতি?

দেশকে নিয়ে ভাবো যে, তোরা
ভাবনা ভেবে পাবে কি এমন ফল?
দেশের জন্য পরছে কেন তোদের চোখে জল?
অকাল মৃত্যুই হবে, তোদের কর্মের ফল।
শাসক সমাজ আজ মানে নাতো কোন দাবি
তোদের লাশ দেখে ওরা করতেছে হাসাহাসি
তোদের লাশ দেখে বলো, আমরা কেমন করে বাঁচি
এর চেয়ে এই ভালো আমরা সবাই চুপ হয়ে থাকি।

Friday, October 18, 2019

তুমি কি আমার হবে না

তুমি কি আমার হবে না

   এম এ মাসুদ রানা 

__________________

ছলছল জল ভরা দু'নয়ন,
নিঃচুপ বলহীন এই বদন,
কতদিন দেখি নাই তোমায়,
আমি ভাল নেই, ভাল নেই
ভালো আছো কি তুমি?

একাকী নিরব রাতের যাত্রী হয়ে
কাটতেছি দিবস আর রজনী
আমায় নিয়ে কিছুই ভাবনি কি সজনী?
ঘন কালো মেঘ, অন্ধকার রাত
নিভে যাবে রাতের সব তারা
আধারে ঢেকে যাবে চাদের জোস্না
কাটবে কি ভালভাবে সময় আমার?

তোমার ভাবনায় পরে আছি আর্হনিশ
একাকী মন ভরে থাকে শুধু বেদনায়
এই মনে তুমি আসবে কখন?
তুমি আবার আমায় ভালবাসবে কখন?
গহীনে রেখছি প্রেম অতি গোপনে
দেখছি তোমায় আমি শয়নে স্বপ্নে।
বিরহ ব্যাথা জাগে শূন্যতায় হাহাকার
ব্যথাতুর হৃদয় নিয়ে হয়েছি একাকার।
নেই তুমি, তবু আছে মনের মাঝে
বেখালে তবুও হৃদয় আছো তুমি
রঙ তুলিতে আঁকেছি তোমার ছবি।

Sunday, October 13, 2019

রঙ্গিন আয়না

  রঙ্গিন আয়না 

 এম এ মাসুদ রানা

আমি তোমাকে ভালবেসে
এতটাই অন্ধ ছিলাম যে,
ভালো মন্দের করিনি বিচার।
তুমি বিশ্বাসঘাতকতা করবে
এমনটা করবে কখনো ভাবিনি
আমি হব মিথ্যে প্রেমের শিকার।

ধন্য তুমি, ধন্য তুমি, তোমাকে ধন্যবাদ
বিশ্বাস করা কোন নয় অপরাধ,
বিশ্বাস করে পেলাম আঘাত অপবাদ
মিটে গেছে আমার ভালোবাসার স্বাদ।

ভুল করেছি, ভুল বুঝেছি
ভুলের মাশুল দিচ্ছি আজি।
তাই তো এসেছি তার কাছাকাছি
দু'চোখে অশ্রু নিয়ে বেঁচে আছি মিছামিছি।

প্রেষ্য

         প্রেষ্য 

   এম এ মাসুদ রানা 


সন্ধ্যা থেকে ভোর করি
আলাপচারিতায় মেসেঞ্জারে।
হৃদয় থেকে বলি কথাগুলো
মূল্য ছাড়ই চলে বেচাকেনা
রঙ্গিন কথাই কথাই হয় চেনা
শুরু হয়ে যায় মন লেনাদেনা।

আগের মত নাইরে কেউ
নানান কাজে ব্যস্ত বিষণ।
আমি ছাড়াও আছে যে তার
নতুন কোন সুখের ভিষণ
সর্বক্ষণে ছিন্ন মুখী ভিন্ন মিশন।

যার জন্য লাইলী সাজো
কখনো দেখেছো ভেবে,
সে কি তোমার মজনু হবে?
বাড়তি কিছু করো যে তুমি
এটা তো তোমার প্রেম নয়
কাছে আসার প্রয়াস কয়
কত যে কথা মিছেমিছি হয়।

Friday, October 11, 2019

ইনসাফ

       ইনসাফ 

    এম এ মাসুদ রানা


মাগো তুমি বিচার করো,
এই খুনিদের বিচার করো,
বিচার করো মা তাড়াতাড়ি।
দেখ না মা চক্ষু মেলে
কে হলো সে, কোথায় বাড়ি।

ন্যায় কানুনে বিচার করো
মনটা তোমার মা শক্ত করো
তোমার বিচার দেখুক বিশ্ববাসী
বাংলার বুকে হয় যেন তাদের ফাঁসি
সুবিচার হলে ঝরবে দেশে চাঁদের হাসি।

মাগো তুমি রাখবে কথা
বুঝিয়ে দিবে তোমার মর্মব্যথা।
দেশবাসীর মিটাও জ্বালা
ঐ খুনিদের বিচার করো।

Thursday, October 10, 2019

আবরার

          আবরার

        এম এ মাসুদ রানা  


এইতো সেদিন বুয়েটের ক্যাম্পাসে গেয়েছিলে গান
গানের মাঝে পাওয়া গেল দেশাত্মবোধের টান।
এর ফলে, হৃদয় বিদারক ঘটেছিল বুয়েটে গতকাল।
তাই হায়েনার নিয়ে নিল আবরার তোমার প্রাণ।
নিদ্রাহীন উত্তাল-উত্তাপ অবস্থায় ছাত্রসমাজ
পতিবাদ করছে করবে ওরা, ছাড়েনি পথঘাট।

নিঃচুপ হয়ে আছে বুয়েট প্রশাসন
প্রতিবাদী সহপাঠীদের করছে প্রহসন।
ভাবছাড়া কথাগুলো বড্ড বেসামাল
অপরাধীদে অপরাধ দিচ্ছে সামাল
এই নিয়ে পরে গেছে বাংলায় তুলকালাম।

অপরাধীদের আজ ফুরফুরে মেজাজ,
অপরাধ করাটাই হলো তাদের মুল কাজ,
অপরাধ করলে তো তারা পেয়ে যায় আজাদ।
অপরাধ করতে না করে কোন হিসাব
আদালতের বিচারে নেই কোন ইনসাফ।

তোমাদের বলি, তোমরা তো কোন মায়ের সন্তান,
রাখলে কি তোরা তোদের মায়ের সম্মান?
কথায় কথায় নিচ্ছো তাজা প্রাণ।
এই সমাজটাকে করচ্ছো যখন তখন খানখান
তোমাদের কাজ করবে না'কি অবসান?
এই বাংলা ফিরে পাক তার নিজ প্রাণ।

Monday, October 7, 2019

অবুঝ মন

       অবুঝ মন 

   এম এ  মাসুদ রানা 


মনের অজান্তে মন যদি
তোমাকে ভালোবাসে ফেলে,
ক্ষমা করে দিও তুমি আমাকে
বৃষ্টি ঝড়া দু'চোখে শূন্যতা শুধু থাকে
মরা পাতা যাক না ঝড়ে বৃষ্টির জলে।

বেদনা থেকে যাক, আমারে মনে
সুখে থেকো তুমি, যদিও কারো সনে।
থাকো সুখে ভাস সুখে, সুখের সাগরে
তীরে রইব দাঁড়িয়ে, তোমার আসার তরে।
আমি না হয়,  অতি নগণ্য  একজন
অনন্তর পথে অপেক্ষায় রেখ না সারাক্ষণ।

থাকবো চেয়ে, তোমার আপেক্ষাতে
আমার পৃথিবীটা, তুমি বিনা একাকারা
দিয়েছি ওগো তোমার করে, এই ভূবন
তোমার কাছে, চাই না কোন মূল্য,
তবু হবে না'কি ভালবাসার সমতুল্য?

অন্যের নীলাকাশের বুকে, রংধনু সাজাতে,
আমি এসেছি অযাচিত প্রথিক হয়ে।
জীবনে দেখা না দিলেও, দেখা দিও মরনের।
চাইবো না জোর করে পেতে তোমার ভালবাসা
তোমার ভালবাসা চাওয়াটাই যে, মিছে আশা
নিঃস্বার্থ হয় না তো কখনো কোন ভালবাসা।

Thursday, October 3, 2019

নফস

         নফস 

এম এ মাসুদ রানা 


নফস যখন হয় আত্মহারা
মানে হয়ে যায় স্বেচ্ছাচারী!
কর্মটা হয়  যায় ভীষণ খারাপ
সমাজ হয়ে যায়  অস্ত্রধারী!
দেশে চলে ঘুষের কারবারি
দফায় দফায় চলে শুধু মারামারি।

নফস যখন হয় লাগাম ছাড়া
মানে ভুলে জ্বলছে তারা।
কর্মের ফল হয় তখনি দিশেহারা
অর্থের নিয়ে ভেবে মরছে ওরা।
ফুসরতে থাকলে দেয় যে সাড়া
ব্যস্ত হলে কোন কাজে দয় না নাড়া।

নফস থাকে লুকিয়ে তাদের
সঠিক ফল কি দেবে মোদের?
তাদের কাজে জয়ী হলে
প্রশান্তি আর তৃপ্তি তার ফলে।
প্রভুর প্রতি কোন নয় ভয়,
কথায় কথায় ওয়াদা কয়।
মনে আসে না মৃত্যুর ভয়,
করছে না তার নফস জয়।