Friday, October 18, 2019

তুমি কি আমার হবে না

তুমি কি আমার হবে না

   এম এ মাসুদ রানা 

__________________

ছলছল জল ভরা দু'নয়ন,
নিঃচুপ বলহীন এই বদন,
কতদিন দেখি নাই তোমায়,
আমি ভাল নেই, ভাল নেই
ভালো আছো কি তুমি?

একাকী নিরব রাতের যাত্রী হয়ে
কাটতেছি দিবস আর রজনী
আমায় নিয়ে কিছুই ভাবনি কি সজনী?
ঘন কালো মেঘ, অন্ধকার রাত
নিভে যাবে রাতের সব তারা
আধারে ঢেকে যাবে চাদের জোস্না
কাটবে কি ভালভাবে সময় আমার?

তোমার ভাবনায় পরে আছি আর্হনিশ
একাকী মন ভরে থাকে শুধু বেদনায়
এই মনে তুমি আসবে কখন?
তুমি আবার আমায় ভালবাসবে কখন?
গহীনে রেখছি প্রেম অতি গোপনে
দেখছি তোমায় আমি শয়নে স্বপ্নে।
বিরহ ব্যাথা জাগে শূন্যতায় হাহাকার
ব্যথাতুর হৃদয় নিয়ে হয়েছি একাকার।
নেই তুমি, তবু আছে মনের মাঝে
বেখালে তবুও হৃদয় আছো তুমি
রঙ তুলিতে আঁকেছি তোমার ছবি।

No comments: