Tuesday, June 30, 2020

মন পাখি

                 মন পাখি
           এম এ মাসুদ রানা 

মন পাখি তোর কি মন খারাপ? 
মন পাখি তবে কি অভিমানী নারী?
একটুখানি অভিমানে-
তোর চোখে দু'টি জল চলে আসে! 

নদী কিংবা সমুদ্র!
সে তো যেমন শ্রাবণের অবিরাম ঢল।
 তবে কি আদুরে হও কারো বউ?
অল্প'তে চোখ করো ছলছল! 

একটু হাওয়াতেই হারিয়ে যাও-
অন্য কোন অজানা পাণে....
মন পাখি কি তবে নতুন মৌনতায় —
নতুন বধূ সাজতে চাও?

বিলাসীতার উচ্চ আকাঙ্খায় 
ধরেছো কি এমন বায়না?
ভাবের মধ্যে বোঝাতে চাও 
মুখে তো কিছুই বল না।

Saturday, June 27, 2020

হায়রে অতীত নিদারুণ বর্তমান

 হায়রে অতীত নিদারুণ বর্তমান   
           এম এ মাসুদ রানা

কিনে ছিলাম কতশত লাল গোলাপ
প্রিয়ার সাথে করে ছিলাম আলাপ।
কখনো দাঁড়িয়ে ছিলাম না একা একা 
করে ছিলাম কারণে অকারণে দেখা। 

আমি চাই, 
আজ ভালোবাসা পূর্ণতা পাক
বিষন্নতার দিন কেটে যাক।
বিরহ বেদনা দূরে থাক
মনোমালিন্য সবাই দূরে রাখ।

তবুও কেন আসোনি কাছাকাছি 
সবে কিছু ছিল কি তোমার মিছামিছি? 
আমাকে করছো এখন বাছাবাছি 
আগে মতো করো না তো নাচানাচি। 

অথচ এই স্বপ্ন পূরণের আশা
আমি করিনি তোমায় বাছাই। 
আমি শহরে সবার চেনা
তোমার ছিল না জানা,
তাই করেছো পবিত্র ভালোবাসা ফানা ফানা।

Wednesday, June 24, 2020

আমি দেখতে চাই

         আমি দেখতে চাই   
        এম এ মাসুদ  রানা 

ভোর বিহানে দেখতে মন চাই, 
ছোটো সোনামণি ব্যস্ত আছে
এখন যাবে সে বিদ্যালয়ে।
কাঁধে তার আছে স্কুল ব্যাগ,
নিদ্রা ভেঙে দেখি মহামারী শেষ
সবাই করিতেছে আরাম আয়েশ 
কারো প্রতি কারো নেই কোন খায়েশ 
সবাই আছে সবার তরে বড্ড বেশ।
চারিদিকে সবাই মুখরিত গুঞ্জনে
মহামারীর কবলে কবলিত ক'জনে
খবর পেতে করে শুধু ফোন আর ফোন
যাহা জানে তাহায় বলে দেয় টান।
সমাজের উঁচু নিচু ভেদাভেদ হয়েছে শেষ 
খুজতে ছুটে না কেহ আরাম ও আয়েশ 
করতে চাহে ধর্মে যাহা আছে জায়েজ, 
আমানতও হয় না কারও কাছে গায়েব। 
নির্দয় হয় না গোলামে উপর সাহেব
ধরে আছে ধর্মে কি আছে জায়েজ? 
বর্জন করিতেছে যতসব নাজায়েজ 
ধরণীতলে সবার বসবাস আয়েশে।

Friday, June 19, 2020

তুমি ছলনাময়ী

             তুমি ছলনাময়ী 
          এম এ মাসুদ রানা 

আমি যে, তোমায় কতোটা ভালবেসেছি
এটা কেবল শুধুই আমিই জানি
আর জানে শুধু আমার মন,
প্রতিক্ষণে প্রবাহিত হওয়া বাতাস।
ভালবেসে বেসে, ভালবেসে শেষ
কেবলি একাকি ভালবাসার দেশ।
হয়েছি তো সময়ে খাঁক, 
অগ্নি সাগরে দিয়েছি ক্রমাগত ঝাপ।
দীর্ঘ মরুঝড় পার হয়েছি
তীব্র তাপে, ঝলসানো আত্মা নিয়ে।
দেখবো তোমার মোনালিসা চাহনি
শুষ্ক বুকে দেখতে এতোটুকু পায়নি।
জলের প্রবল প্রলেপ,
দু’টি অগ্নি নয়নে দেখেছি, 
চোখের পাতায় তোমার নষ্টামি হাসি
বড্ড ভুল হয়ে গেছে তোমাকে ভালবেসে।
তুমি যে, হিসেবের খাতা খুলে বসেছ
হে ছলনাময়ী রমণী! 
আর কতোটা পুরুষ পেলে
শান্ত হবে তোমার ওই তৃষ্ণাতূর হৃদয়
উদগীরনরত জলন্ত লাভা করবে জয়।

Sunday, June 14, 2020

তুমি ফিরে আসো

_____ তুমি ফিরে আসো
_____ এম এ  মাসুদ রানা 

আমি আজো খুঁজিতেছি তোমাকে,
তুমি ছিলে যেখানে।
আমি আজো থাকি সেখানে,
তুমি ছিলে যেখানে।

অন্যের হয়ে গেয়েছো ভাবিনি কখনো
আছে তো সবকিছুই সাজানো।
এমন কেন করলে করে তুমি গোপনে? 
অকারণে এসেছিলে স্বপ্নে।

আমি আজোও ঘুরি ফিরি, 
খুঁজে জীবনের মানে।
জীবন যে অর্থের কাছে বন্দি, 
সবাই কি তা জানে?
স্বপ্নের স্বপ্নে এসেছিলে একটা ফানে,
অযথাই খুঁজতে হচ্ছে এখন তার মানে।

অকারণে এসেছিলে স্বপ্নে স্বপ্নের সনে
হাত ধরে আছে তো তোমার অন্য জনে।
নতুন ভূবণ সাঁজাবে বলে কথা হয় দু'জনে 
আমার কথা আসেনি তাই তোমার মনে।

আমি আজো বসে আছি নিরিবিলি উচ্ছাস 
প্রহরে প্রহর গুণি তোমাকে পাবার স্বাদ
যদিও জানি হবে না এতে কোন লাভ 
তবুও থাকে না'তো আমার কোন লাজ।

তোমাকে ভালোবেসে পথেঘাটে হলো বাসা
অর্থের বিনিময়ে এখন ভালবাসা চাস।
অর্থ ছাড়া ব্যর্থ জীবনে হয়েছি নিরাশ
এখনো বলি আশাত্তুর জীবনে ফিরে আসো।

শব্দ

          শব্দ 
 এম এ মাসুদ রানা

শব্দ দিয়ে বাক্য হয়
কথায় কথায় নয়,
শব্দ কথায় হয় তো মালা
শব্দ দিয়ে হয় খেলা
খেলার ছলে নেমেছে দিবস বেলা
দিবস শেষে সন্ধ্যা মেলা।

শব্দ তোমায় প্রশ্ন করি
তুমি থাকো কোথায়?
তোমার খবর কি রাখ? 
কেমন করে আসলে তুমি?
মানবের এই দুনিয়ায়
দেখে বলে তো কেউ হায় হায়।

তোমায় দিয়ে কত কবি
লিখেছে কত কবিতা আর গান। 
লিখেছে কতই আরও ছন্দ 
তোমায় নিয়ে চলছে হয়নি তো বন্দ।

Saturday, June 13, 2020

আসেনি কোন সাড়া

           আসেনি কোন সাড়া
---------- এম এ মাসুদ রানা 

দক্ষিনা বাতাস এখনো বহে ঝিরি ঝিরি
বৃষ্টি আসে ঠিক আগের মতো শিরি শির। 
ফুল ফোটে আজোও ভরা বসন্তে,
ভ্রমরের গুঞ্জন আসে কানে কানে
গাছে নতুন পাতা আসতে আপন মানে।

জ্যোৎস্না রাত্রী আসে তারা ভরা গগণে
কোকিল ডাকে না তো আর কোন বাগানে
ফুল ভরা বসন্তে আছে কি কোন মানে?
কোকিলের ডাক যদি না আসে কানে।

মেঘের ভীড়ে লুকিয়ে থাকে নীল আকাশ
উল্কা পিন্ড ছুটে চলে, উঠেছে কোন বাতাস
রাত্রী পেরুলে সূর্য জাগে, আগের মতো কাজ
পায় না তো কেউ আরও বসন্তের সাঁজ।

আসে তো এখনোও এলোমেলো আশ্বিনী ঝড়,
নিরাশার বিষম বেদনায় ছটপট কর।
যদিও মন খুজে প্রিয়া বলে বেদনার কাছে
চাওয়ার ব্যাকুলতা মনের মাঝে।

কেন তুমি চলে যাও আপন মনে দূর গগণে
ভাবতে পারো না'কি আমার ব্যাকুলতার মানে।
যেমন বসন্ত এসেছে কোকিল ছড়া
তেমনি তুমি দিয়েছিলে কল্পনায় নাড়া
তাইতো আসেনি তোমার কোন সাঁড়া।

Sunday, June 7, 2020

সুন্দরী কন্যা

÷÷÷÷ সুন্দরী কন্যা ÷÷÷÷
÷÷ এম এ মাসুদ রানা ÷÷

 সুন্দরী কন্যা, 
তুমি এসো মনের গভীরে 
সাঁজিয়ে দিতে এই মন। 
সাঁজাতে করো না কৃপাণতা,
সাজতে চাই যখন তখন। 

 সুন্দরী কন্যা 
তাকাও, একবার আমার পানে, 
বলতে চাই কানাকানি।
আবার হবে কিছু কথা
তোমার সাথে নয়নে নয়নে।

 সুন্দরী কন্যা,
আমায় একটু ভালোবাসা দাও
তোমার নিখুঁত পরশে।
আমার কাছে এসে বসো
স্বপ্ন আছে তোমার যত সবই কশো। 

 সুন্দরী কন্যা ,
আমার নামটি লেখ
তোমার মনের ডাইরিতে।
আমার ছবিটা আঁক 
তোমার মনের রং তুলি দিয়ে।

 সুন্দরী কন্যা,
আমার কথা ভাবো? 
একা একা নিরালায় বসে।
তোমার মন আমায় যদি খুঁজে?
খুঁজে পাও, তাহলে তো প্রেম বুঝো।

Friday, June 5, 2020

আতংক

______ আতংক _________
___ এম এ মাসুদ রানা ____

বিশ্ববাসী আতংকে আজ
করোনার ভয়ে ছেড়েছে কাজ।
কখন যে, পরবো করোনার কোবলে
কাকে যে, মারবে মরন ছোবলে।

বিশ্ব আজ থমকে গেছে
মরণ ব্যাধি পৌঁছে গেছে।
কেউ পায় না পরিত্রাণ 
মনে করি ধরলে তো যাবে জান।

তবুও মানুষ ঠাট্টা করে
মরণ ব্যাধি করোনাকে নিয়ে!
খোদা যে, আজ শাস্তি দিচ্ছে 
মরণ ব্যধি করোনাকে দিয়ে।

খোদার গজব যতই আসুক 
অন্যায়ে কাছে করবে না স্বর নিচু।
ইমানদার জাতিই পারে কেবল 
করোনাকে হাঁটতে পিছু।

করোনা

_________  করোনা _________
_____ এম এ  মাসুদ  রানা ____

'করোনা' দিয়ে যতটুকু আঘাত
মনে ভিতরে পুষি ভয়ের প্রতিঘাত।
আল্লাহ'র প্রতি এনেছি কি ইমান
যতটুকু প্রয়োজন ততটুক নয়।

মৃত্যুর ভয় এসেছে এখন মনে 
স্রষ্টাকে বলছি এখন প্রতিক্ষণে।
করোনার নাম বলছে সবাই জনে জনে
মহামারী ধেয়ে এসেছে জনজীবনে। 

ক্ষমা যদি না করো হে দয়াময় 
আমাদের পাপ নিয়ে থাকবে সংশয়। 
পারবো না পার হতে বিপদের ক্ষণ
বিপদ ধাপে ধাপে এসে করবে দহন। 

মন থেকে করোনার ভয় 
করতে পারি যেন মোরা জয়।
ভয় ভীতি থেকে করোনা পরাজয়।
করতে পরি যেন করোনাকে ক্ষয়।

এখনো তোমায় ভালবাসি

___ এখনো তোমায় ভালবাসি ____
______ এম এ মাসুদ রানা _______

কত দিন  রাখনি কোন খোঁজ 
সত্যি ভূলে গেছ কি তুমি?
আমিও খুঁজিনি তোমায় কোনদিনি
ভূলে থাকতেও চেয়েছিলাম। 
সময়ের কালক্ষপণ ছিল বড্ড বেসামাল 
গা ভাসিয়ে ছুটেছি অজানায়।
কর্ম ব্যাস্ত জীবনের দোহাই ছিল বরাবর 
বুঝিনি কে আপন আর করে পর।
আজ তোমায় দেখতে পেলাম নতুন ভুবনে 
দেখেছিলাম কতটা যতনে। 
তোমাকে দেখে দেখে এসেছিল চোখে জল
সেই অজানার অশ্রু জল পাবি কি ফলে?
যেমন ছিলে তেমনই আছো রবে চিরদিন 
এতোটুকুু বদলাতে বাজানি কোন বীণ। 
সুখের হাসি আজো ভরে আছে তোমার বদনে
ব্যথাত্তুর কপাল দেখেছে ক"জনে।
বলতে চেয়েছিল তখনি উচ্চস্বরে, 
এখনো তোমায় ভালবাসি তোমাকে।

শেষ শয্যার শরীর

__শেষ শয্যার শরীর 
_ এম এ মাসুদ  রানা 

বিদ্যুতেরও সাধ্য নেই
রুদ্ধ করে রক্তের প্রবাহ,
যেভাবে রাতের ঘরে
এলে তুমি, আমার কাছাকাছি, 
শরীরের বস্ত্র ছেড়ে হাত নেড়ে
অগুছালো চুল, বাগিচায় ফুল  
যখন উধাও, লজ্জার সকল শীল,
মরে যাই আমি যে তখনি!

উতাল সমুদ্র দেখে ছুটে
এক জাহাজের নাবিক। 
ধ্রুবতারার লক্ষ্যহারা,
কম্পাসের কাঁটাও বিকল
কখন যে, হয় তার
হাহাকার, কীভাবে যে বাঁচি?
চারদিকে বাঁজে, মৃত্যুর বাজে
মায়াবতীর সুরে হয় তো কাজ।

সেই সময়ে, 
আমি একান্ত বাসরে
নতজানু ক্রমে ক্রমে হই।
নিশ্চিত  মৃত্যুর দেখা পেয়েও
সমুদ্র তখন থাকে ফেঁপে 
থাকি রতির চাদরে কেঁপে। 
হর্ষের বদ্বীপের প্রমুখে
প্রাণপণে চলি দাঁড় বেয়ে।

তোমার সম্মত দেহে
আমি সারারাত থাকি চেয়ে।
শেষ শয্যার শরীর ভেঙে
রতিপথ ধরে স্বর্গগামী ।