Friday, August 21, 2020

কারাদণ্ড

______   কারাদণ্ড
        এম এ মাসুদ রানা 

আমি কার সাথে শুই?
কার সাথে ঘুমাই?
আমার কিছুই জানা নাই! 
পুরনো কথার কাছে ফিরে আসি বারবার, 
 ফিরে যাই, অতীতে, হই একাকার।
মুক্ত করতে চেয়েছিলো আমায়,
মুক্ত করতে পারে নাই। 
আমি জানি না, আমি জানি না, 
আমার মুক্তি হবো কখন ও কোথায়!
শুন্যতার সাদা শেওলায় ভেসে গেছি
একা একাই কারাগারে বসে আছি।
স্মৃতির পাতাগুলো এলোমেলো চারপাশ,
মুহূর্তে শুনবো কারাদণ্ডের স্বাদ।

No comments: