Tuesday, August 25, 2020

অমীমাংসিত

অমীমাংসিত
এম এ মাসুদ রানা

হৃদয়ে অবহেলার রক্ত ঢাকা
আর কতকাল বইবো বলো?
মনের ভিতরে মন আছে বলেই -
তাই শুধু তোমাকেই চাই!
শুধু বিষ, আর শুধু বিষ,
সাথে থাকে অহর্নিশ।
আর কতকাল এই লুকোচুরি
খেলা আর খেয়ালি।
পাওয়া না পাওয়ার লড়াই!
কথায় কথায় করো এতো বড়াই,
কেনই বা বদলে গেলে!
আসতে পারো না কি কোন ছলে?
এতো করুণায় তোমার হৃদয় নাহি গলে।
কতকাল চলবে অমীমাংসিত সালিশ?
আবেগে অশ্রু জলে ভিজে কোমল বালিশ

No comments: