Saturday, August 29, 2020

আর কত দিন আর কত রাত

★★★ আর কত দিন আর কত রাত ★★★
★★★★★  এম এ মাসুদ রানা  ★★★★★

আর কত দিন, কত রাত
বিরহ বেদনায় কাঁদাবে আমায়।
এমন কিছু করবে তুমি 
একথা ভাবিনি কখনো আগে।
জানি তুমি থাকবে গো আমার হয়ে
তাই তো দিয়েছি পরান উজার করে
রাখিনি কোন কিছু আগলে ধরে।
সে দিনের সেই স্মৃতি আজো মনে পড়ে
সে দিনের সেই কথা আজো প্রাণে ধরে
সেই কথা স্মৃতি মনে হলে হৃদয় কেঁদে কেঁদে মরে।
তুমি কি আগে এমন কথা ভাবোনি?
তোমার দেওয়া তোমার ছবিটি পেয়ে
রেখেছি আমার হৃদয় মাঝে আপন করে
তবু তো নয়ন আমায় বারে বারে কাঁদায়।
তুমি  কি কেঁদেছিলে কখনো আগে?
তাই বুঝি আমাকে কাঁদাতে তোমার হৃদয় নাহি বাঁজে
বিরহ বেদনা দেওয়া তোমার কি সাঁজে!
অতীত স্মৃতি কথা তোমার মনে তো আসে।

No comments: