Sunday, September 27, 2020

ছন্নছাড়া

_____ ছন্নছাড়া
_ এম এ মাসুদ রানা

তুমি আজ নেই পাশে
বড্ড একা লাগে,
এমনটা হবে একদিন
বুজিনি তো আগে।

রাত্রি যতো গভীর হয়
স্মৃতি হয় ততই ভাবি,
ঘুরে ঘুরে চোখের সম্মুখে
আসে তোমার ছবি।

এক সময়ে নিদ্রার ঘরে
স্বপ্নে তুমি আসো,
সুখের নায়ে পাল উড়িয়ে
গান গাও আর ভাসো।

আমি সবই বুঝেছি আজ
স্বপ্নের মাঝে স্বপ্নঝড়া
বাঁচার মাঝে আছে মরা
জীবন হয়েছে ছন্নছাড়া।

No comments: