Wednesday, October 21, 2020

কলঙ্ক মুক্ত হতে চাই

 কলঙ্ক মুক্ত হতে চাই 

এম এ  মাসুদ  রানা  


ভাটির জননী, তুমি এখনো নিরব কেন? 

তুমি তোমাকে নিয়ে ভাবো না কেন? 

তোমার প্রতিবাদ করতে এতো বিড়ম্বনা কেন?

তোমার নিজের প্রতি নেই কেন অনুতাপ? 


তোমার প্রতি মাঝে মাঝে হয় অনেক রাগ 

তোমার প্রতি তবুও থাকি অনেকটাই সজাগ। 

তোমার প্রতি থাকে  অনেক অভিযোগ,

তোমার প্রতি তবুও থাকে অনেক অনুরাগ।


তোমাকে রক্ষা করতে যারা রক্ষাকবচ 

তারাই আজ কেন এতোটা অবুঝ?

তারাতো তোমার কামুক বাসনায় মক্তো

তাই তার হতে পারেনি তোমার শক্ত ভক্ত।


তুমি প্রতিবাদী হও প্রতিশোধ নেওয়ার তরে

সবাই নিশ্চুপ হয়ে যায় যেন তোমার ভরে

সকল ধৃষ্টতা যেন তোমার ভয়ে নড়ে 

আবার তার সবাই তোমার জয়গান ধরে।


নৎসাৎ করে দাও সেই কুচক্রী মহল 

কুচক্র করে যেন তারা না পাই কোন ফল 

যেন তারা ফেলাতে না পরে কারো চোখে জল

জ্বালিয়ে দাও তোমার প্রতিবাদী দাবানল। 


তুমি ধ্বংস করে দাও তাদের কালো হাত 

ভেঙ্গে দিতে হবে তো তাদের বিষদাঁত 

কুকর্মের তরে হয় যেন তাদের হয় লাজ

প্রভাতে বলতে চাই  কলংকমুক্ত হলাম আজ।

No comments: