Wednesday, October 21, 2020

ফিরে পেতে চাই

  ফিরে পেতে চাই 

  এম এ  মাসুদ  রানা 


আবার একটা কঠিন সংগ্রাম চাই 

সংগ্রাম ছাড়া কখনো শান্তি নাই।

স্বাধীনভাবে বাঁচা হয়ে গেছে দায়

জনসাধারণ বলে সর্বক্ষেত্রে হায় হায়।


সুবর্ণ জয়ন্তী এসে গেছো মাথার কাছে

মৌলিক অধিকার নিয়ে নাহি কেহ বাঁচে।

এখনো কেন সর্বসাধারণ অধিকার যাচে?

তাহলে কী এই স্বাধীনতার মূল্য আছে?


স্বাধীনতা তুমিও তো রক্ত দিয়ে কেনা

সেই রক্তের নেই কি কোন রকম দেনা?

আমারও দরকার আছে তোর কাছে জানা

জানতে চাইলে করে সবাই শুধু মানা 

তোমাকে তো বুহু প্রাণের বিনিময়ে আনা।


তোমার তরে রক্ত গঙ্গায় করতে হবে আবার স্নানান

তোমার তরে রণ  হবে সবাইকে দিতে হবে জানান

তোমার রক্ষায় দিতে হবে নতুন নতুন তাজা প্রাণ 

রণ করে ফিরে পেতে চাই  স্বাধীনতার মান।

No comments: