Thursday, November 12, 2020

চরম প্রতিবাদ

 চরম প্রতিবাদ 

এম এ মাসুদ রানা 


স্রষ্টা যাঁর প্রতি হয়েছে খুশি

দান করেছে সম্মান

কারো কি ক্ষমতা আছে?

করবে তাঁকে অসম্মান! 


জ্ঞানের ভান্ডার তাঁর হাতে

ধরণীর বুকে শ্রেষ্ঠ

তাঁকে নিয়ে ব্যাঙ করো

কেন বোকারাম কেষ্ট?


তাদের প্রতি চরম ঘৃণা

বাঁজে উঠে শরীরটা

আমি বলি তাদের মাথায়

মার লাথি আর ঝাঁটা। 


তাঁকে নিয়ে কুৎসা রটাটে

হয় না যেন সাহস 

তাঁকে নিয়ে ব্যাঙ করা 

নয়তো এতো সহজ।


তাদের প্রতি আমার ধিক্কার 

জানায় চরম প্রতিবাদ 

তাঁকে নিয়ে ব্যাঙ করে কেউ 

পাবে নাতো মাফ। 


রচনাকালঃ ১১/১১/২০২০

No comments: