Thursday, November 12, 2020

হতাশীর প্রত্যাশা

  হতাশীর প্রত্যাশা

এম এ মাসুদ রানা 


আমি নিরর্থক, আমি নয় কোন খানে স্বার্থক,

কথায়-কথায় সময়ে, অসময়ে করি চিৎকার 

চারিদিকে শব্দ শুনি শুধুই শুনি হাহাকার 

কারো করো কটু কথায় হৃদয় হয় ছাড়খাড়।


আমারে ধরতে করতে না কোন কৌশলের দরকার

আমি হয়ে গেয়েছি যে, তোমার সমাজে নিরাকার। 

আমায় খুঁজতে  দিতে দিতে হয় না কোন খানে হানা

আমায় ডাকলেই পাওয়া যাবে এটও তোমার জানা।


আমার সাথে  করো তুমি অনেক ছলাকলা 

বলতে চাই অনেক কিছু, হয় না কখনো বলা

মনকে বলি তোমাকে তো করবেই সবাই হেলা

তোমার জীবন নদীতে যে, ভাসে দূখের ভেলা।


আমায় করেছো হেলা, কাঁটছো আসময়ের বেলা 

তুমি তৈরী করেছো তোমার ভুবনে আনন্দের মেলা

তোমার মনানন্দের তরে আমার সাথে তোমার খেলা

আমায় দিয়ে তোমার ক্লান্ত মনকে শান্ত করে নিলা।


ভেবো না তুমি, আমি কিছুই বঝিনা

তোমার মনে লুকানো কথা সবাই জানি।

চেষ্টায় আছি, আমি আমাকেও যেন পাল্টে পরি

তোমার মতোই হতে পারি যেন অতি তারাতাড়ি

সেই তরে তোমার সাথে করি না কখনো বাড়াবাড়ি।


রচনাকাল ১১/১১/২০২০

No comments: