তোমার যাবার বেলায়
এম এ মাসুদ রানা
তুমি চলে যাবে, তবে চলে যাও,
ফিরে এসো না, এই চেনা ভুবনে
এই ক'দিনে তোমায় চিনেছে বা ক'জনে।
তুমি চলেই যাবে যদি কেন এসেছিলে?
আমার খড়কুটোর এই ছোট্টো ঘরে
বসে ছিলে অগোছালো বিছানায়।
বলেছিলে কতই না মধুর কথা
রেখেছো কি মনে কিছু যথাতথা।
তোমার যত কথা বলেছো একসাথে,
তোমার মন তখনও উঠেছিল নেচে
তোমার মন এখন নতুন ভুবনে গেছে
তাইতো বিদায় নিবে আমার কাছে।
তোমার হরিণী চোখ, মায়াবতী কপল
পরিশেষে দিয়ে গেলে আমায় ছবল।
No comments:
Post a Comment