Tuesday, November 17, 2020

তুমি

  তুমি  

এম এ  মাসুদ রানা 


তুমি হতাশার মাঝে আশা

তুমি নিরাশার মাঝে ভালোবাসা।

তুমি আবেগ ভরা মনের মাঝে বিবেক

তুমি অভিমানের মাঝে নিরভিমান।

তুমি শিশির মাঝে মিষ্টি সকাল

তুমি ক্লান্ত দুপুরের মাঝে প্রশান্তি।

তুমি গ্রীষ্মের রোদ্দুরের মাঝে শীতল হাওয়া

তুমি বর্ষার কর্দমাক্তর মাঝে বসন্তের ফুল।

তুমি ছেলেবেলার ক্রোধের মাঝে প্রবল উচ্ছাস 

তুমি ছোটবেলার দুষ্টুমির মাঝে শিষ্ট। 

তুমি মরুভূমির মধ্যে একমুঠো ঘাস 

তুমি মরীচিকার মাঝে পানির সন্ধান। 

তুমি কুৎসিত এর মাঝে পরম সুন্দরী

তুমি হৃদয়ের গহীনে অনুপমা, অনন্য, অনবদ্য।

No comments: