কবিতায় তোমাকে
এম এ মাসুদ রানা
যখন মেঘময় আকাশভরা নীলের মাঝে সাদা'রঙ
মনের মেঘের পাপড়িগুলো সাজে আবার সঙ।
হাওয়ার সাথে বৃক্ষের শাখা প্রশাখা দুলে উঠে
সবুজ পাতায় প্রজাপতিরা আনন্দে নাচেও বটে।
মনের রঙে রঙ আকাশে রংধনুকে মাতিয়ে তোলে
সন্ধ্যার ভারা মনে হাসে তোমায় পরীরা ডেকে বলে।
একদিন সবুজ বাগানে যখন একাকী হলো দেখা
অন্তরচোখে কত্তো কথা মনে মনে হয়েছিল শেখা।
হৃদয়ের উচ্ছাসের পুষ্প গাছে পুস্প কলিও ফোটেনি
হটাৎ যখন কালো আকাশে তারার দ্যুতি ঘটায়নি।
নিভৃত চমকহীন আকৃতিময় শেষযাত্রার পথিক
রঙ্গীন অক্টোপাস ঘিরে আছে সমুদ্রের তলদেশ!
অনেক দিন থেকে নিজেই চেয়ে দেখিনি শেষে
চাওয়া পাওয়ায় মাঝে তোমার কথা শুধু আসে।
No comments:
Post a Comment