. মধ্য নিশি
এম এ মাসুদ রানা
একা একা আগুনে জ্বলতে জ্বলতে,
আমি একদিন অগ্নি শিখাকেও,
হাড় মানিয়ে নিশ্চয়ই হবো জয়ী।
ঐ সুদূর গগনে আছে যে একটি চাঁদ
কলঙ্কিত করে রেখে সেটাকেও আজ,
সুন্দর বসবাস ঘটবে এটাই তো কাজ।
অন্ধকারকে জয় করে নিশান উড়িয়ে
আমব্যসার ঘোর যাবে একেবারে ফুরিয়ে,
উদ্বীপ্ত আলোক ছটায় মনকে জুড়িয়ে।
অবহেলিত অনাকাঙ্ক্ষিত কলঙ্কিত বেশে,
চাঁদের আলো নিয়ে পরে থাকে ধুলির মাঝে
পৃথিবী আলোকিত করবে আছে যে কাজে।
আর তখনি দিপ্তমান একা একা জ্বলতে থাকা,
প্রজ্বলিত অগ্নি শিখাও জয়ের ধ্বনি দিবে।
No comments:
Post a Comment