Tuesday, February 2, 2021

এই মেয়ে

 এই মেয়ে 

এম এ মাসুদ রানা 


এই মেয়ে ফ্রেশবুকে এসে

জান ডাকো কারে,

বাবু ডাকো যারে স্বামীর সোহাগ 

দেবে তোমারে। 


চেটিং করে রাত ভোর করো

সুরে সুরে কথা বল 

তুমি চালাও কথা ছন্দে ছন্দে 

সাজানো পথে চল।


ওলে আমার বাবু সোনা বলে

ডাকো আদরের ডাক,

ঠিক করে রেখেছো আগে থেকে

কথায় কথার আচ।


ভদ্র কোন ছেলে দেখা পেলেই 

স্বপ্ন দেখাও মিছেমিছি,

বিত্তশালী হলে সে আসবে তার

অনেক পাশাপাশি। 


বৃত্তিহীন ছেলে হলে আসবে না 

তার কাছাকাছি 

মেয়ে বলবে তুমি দূরে থাকো 

অনেক দূরে আছি।


মেয়ে এটাই হলো তোমার স্বভাব 

প্রতারণা প্রধান কাজ, 

উচিত শিক্ষা পাবে তুমি যখন 

তখনি মাথায় পরবে বাজ।

No comments: