Tuesday, February 2, 2021

নিজের মুখে শ্রেষ্ঠ না

 নিজের মুখে শ্রেষ্ঠ না

এম এ মাসুদ রানা 


নিজে নিজেই মুখে বলছো 

আমি সৃষ্টির সেরা,

মুখে মুখে বলছো ধর্ম কথা 

মন হিংসায় ভরা। 


ধর্মে দোহাই দিয়ে চলছে

স্বার্থসিদ্ধর রাজনীতি, 

নিজেকে বড় করতে চালাও

ভিন্ন ভিন্ন কুটনীতি।


যে হলো সৃষ্টি জগতের সেরা 

মুখে নাহি বলে,

কাজের মাঝে পরিচয় মিলে 

বৃক্ষ যেমন ফলে।

No comments: