Friday, April 23, 2021

অব্য আর বিষন্ন

 অব্য আর বিষন্ন 

এম এ মাসুদ রানা 


থমথমে সব চুপিচুপি কলরব

বেআইনে পুড়ছে আইন সব।

পাংশু মুখ, দুরুদুরু করছে বুক

দুর্নাম আর বদনামে অনেক সুখ 


কাছে আসছে, দূরে সরছে

শুধুই বাড়ছে ভালোবাসা,

এই কাঁদছে, আবার হাসছে

এটা প্রেম আজব তামাশা।


বাঁচা একা, আদৌতে দোকা

সে গিলছে সব এটাও দেখা

একান্ত নির্জনে অনিচ্ছার দহন

পুড়বার তৃষ্ণায় বাড়ছে সহন।

No comments: