তুমি আর আমি
এম এ মাসুদ রানা
দিলাম সালাম, নিলাম সালাম
ফেরদাউসের দাওয়ায়,
তুমি আর আমি ছড়াবো সুবাস
সুরভী ভেজা হাওয়ায়।
মন মহলের আলোর ছোঁয়ায়
জলসায় আসো যদি,
আমি খুঁজে দেবো তোমায়
মধুর মিলনের নদী।
মুক্ত আকাশে, মুক্ত মনের
যদি হতে চাও পাখি,
কতই রকমের বৃক্ষে তোমায়
করবে কতই ডাকাডাকি।
No comments:
Post a Comment