Monday, May 24, 2021

অপেক্ষা

 অপেক্ষা 

এম এ মাসুদ রানা 


আমি জানি তুমি ফিরবে না 

আর ধরবে না এই হাত!


তবু তোমার অপেক্ষায় আছি, 

আশায় থাকতে ভাল লাগে।


তুমি হয়তো জানো না"গো

আমার মনের লুকোনো কথা।


আমি কিছু পাবো না জেনেও 

কিছু পাবার অপেক্ষায় আছি। 


অনেক আনন্দ আছো তুমি, 

এটা শুনে একটু স্বস্তি পেলাম।


কারন,  

আর হারানোর ভয় থাকবে না

তাই নিয়ে আছি অপেক্ষায়!

No comments: