Sunday, May 23, 2021

কিছু কথা

 কিছু কথা 

এম এ মাসুদ রানা 


বড় আবেলায় পেলাম তোমায়

এখনি কেন যাবে হারিয়ে?

হয়নি তোমার তো যাবার বেলা

এখনো আছি আমি জড়িয়ে। 


কি করে বলি তুমি বিনে একা

ফিরে দেখো এখনও 

আছি দাড়িয়ে আছি বিদায়ের 

কাছাকাছি তখনো। 


কেন হটাৎ তুমি এলে নয় জীবনে 

আবার পুরোটা জুড়ে ?

তবে কেন চলে যেতে চাও এখন

তুমি আমায় ছেড়ে দূরে?


আজ পেয়েও হারানো বেদনা

সইতে আর পারি না

কেন এমন করলে আমার জীবনে

এটা আমি জানি না?

প্রকাশকালঃ ২৪/০৫/২০১৮

No comments: