Sunday, June 6, 2021

কষ্ট

 কষ্ট

এম এ মাসুদ রানা 


কষ্টের সীমানা কতদুর ?

এর শুরু কোথায়? 

এর শেষ কোথায় ?

কারো কষ্ট মুহুর্ত মাত্র,

কারো কষ্ট অষ্টপ্রহর।

কারো কষ্ট সপ্তাহ, 

কারো মাস বা বছর, 

কারো কখনো বা যুগ !

কারো কষ্ট শয়নে সমাপ্তি টানে।

কারো কষ্ট শুকতারার মত জ্বলে।

কারো কষ্ট পালাক্রমে আসে।

কারো কষ্ট বিষাদে মত জ্বলে।

কারো কষ্টে কষ্টে গাঁথা মালা।

কষ্টের সীমানা কতদুর ?

কারো কষ্ট এলোমেলো, 

কারো কষ্ট একা।

কারো কষ্ট নিরবে কাঁদে, 

যায়না তারে দেখা !

কারো কষ্ট দিন দুপুরে, 

কারো কষ্ট রাতে,

কারো কষ্ট লালে লালে নীল,

দাগ কেটে রয় সুপ্রভাতে।

কারো কষ্ট নষ্ট বলে, 

নষ্টেই কাব্যের কষ্ট ,

নষ্টে নষ্ট এক জীবন হারে, 

কষ্টের গল্পটি স্পস্ট।

আমার কষ্ট চোখের কোনে, 

বুকে কষ্টের মরুভুমি,

আমার কষ্ট একলা রাতের, 

কষ্ট আমার তুমি।

কষ্টের সুতোয় কাব্য গাঁথি,

কষ্টেই আমি বাঁধা ,

অশ্রু দামে কষ্ট কিনি, 

কষ্টেই সুখ গাঁথা ।

আমার কষ্ট একটা আকাশ, 

বরফ গলা নদী,

আমার কষ্ট একটা অতীত, 

ছুঁয়ে দেখতে যদি।

আমার কষ্ট ঘরের চোকাঠে, 

শীতল পায়ে হাটে,

কষ্ট নড়ে চোখের ভিতর, 

কষ্টের কোলে বছর কাটে।

আমার কষ্ট দুপুর বেলা, 

কষ্ট একলা রাতি,

কষ্ট বুকের ভাসমান পাঁজর,

কষ্ট পথের সাথী।

তোমার কষ্ট বিমুখ হওয়া, 

কষ্ট জলরাশি,

আমার সাথে কষ্টের সন্ধি,

কষ্টে কষ্টে হাসি।

কষ্ট খুঁজি সকাল সন্দ্ব্যা, 

কষ্টেই যত ভয়,

আমার কষ্ট গোপন রাতের, 

সন্ধ্যাতারা স্বাক্ষী রয়।

১৭/০৬/২০১৭

No comments: