বরফ দুঃখ
এম এ মাসুদ রানা
তারিখঃ ৬/৬/২০২১
বরফ সমান দুঃখ নিয়ে
আহত পাখি মতো ছটপট করি
শিকাড়ীর তীর ভেদ করেছে কলিজা,
শিকাড়ীর শিকার হয়েছি আহতর সাথে
যন্ত্রনায় ছটফট করি আর মরি
তবুও অভিযোগ নেই কারো প্রতি,
নিশ্চল সয়ে রয় ব্যাথাতুর প্রানে।
আসামীর কাঠগড়ায় দাড়িয়ে নয়
এখানেও শীতল হয়নি শরীর
আশীবিষে দংশিত হয়েছি
রয়ে রয়ে সয়, অবুঝ চিত্তে তমদ্বারে
কত কথা কয়!
বুঝে না বাহির, বুঝেনা ভিতর..
কালের বিবর্তনে, কণ্ঠস্বরও নিথর!
No comments:
Post a Comment