যাচ্ছি
এম এ মাসুদ রানা
আমি যাচ্ছিতো যাচ্ছি
বিরামহীন গতিতে।
কখনো দ্রুত কখনো ধীরে
তথাপি অবিরত।
আমি যাচ্ছিতো-যাচ্ছি
গন্তব্যের লক্ষ্যে
পৌঁছাবো আগে বা পরে
কোন এক পক্ষে।
আমি যাচ্ছিতো-যাচ্ছি
কখনো একা
আবার কখনো সহযাত্রী
হয়ে যায় দেখা।
আমার থেমে নেই জীবন
থেমে নেই বয়স,
থেমে নেই ব্যাস্ততা অদম্য
পরর্বতীতে অবয়ব।
No comments:
Post a Comment