হাহাকার
এম এ মাসুদ রানা
বেকারের পাওনা হলো ধিক্কার
করতে পারে না কখনো চিৎকার
যন্ত্রণায় হয় জীবন তাদের ছারখার
তাদের হয় না কারো কখনো দরকার।
তারা হরদমে বলে শুধু হায় হায়
তাদের আশায় পরে ছায় আর ছায়,
তাদের দেখলেই বলে সবাই নাই নাই
তারা কি সর্বক্ষণে করে শুধু খাই খাই।
কর্মের তরে ছিলো না তাদের ত্রুটি,
রাঘবের স্বার্থের কাছে হয়েছে বলি
তাইতো বরাবরে তাদের এরিয়ে চলি
তারা জীবনে খেলতে পারে না হলি।
ভাগ্যের নির্মম পরিহাসে তারা বন্দি
খেলার ছলেও করতে আসে না ছন্দি
তারা হয়েছে সমাজে দূর্নীতির নন্দি
তাদের জীবনে তরে নেই কোন ভঙ্গি।
বুঝেছে তারা হলো সমাজের অভিশাপ,
আত্মা ত্যাগ করতে পারে না শুধু,
জীবনের প্রতি আছে তাদের অনুরাগ
বলতে চেয়েও বলতে পারে না কথা।
এই সমাজে নেই কোন বেকারের দাম
তাই বেড়েছে এই সমাজের এতো মান।
দূর্নীতির তরে বেড়ে যায় কত বেকার
তাইতো সমাজটাতে এতো হাহাকার।
No comments:
Post a Comment