দগ্ধ ঐক্য
এম এ মাসুদ রানা
অগণিত অপকর্ম চলছে সমাজে
ক্ষমতার গভীর অনলে
মিথ্যাচার ও জুলুমের জ্বলন্ত শিখা
বেহিসাবী রাজত্ব চলনে।
সত্যতা উন্নয়ন সমাচার মাড়িয়ে
দেখি বিদিশা চরণ,
অশালীন স্বপ্ন মনে গভীরে জাগিয়ে
করবে কি যে, হরণে?
আশারা ডুবেছে নিরাশার কবলে
হায়েনার কঠিন থাবাতে,
জাতি আজ ধুঁকে ধুঁকে মরেছে
রাঘবের নির্মম আঘাতে।
সাজানো চেতনার নীল সংকল্পে
নিদারুণ মরিচা ধরেছে,
কুকর্মের উত্তাপ বেড়ে চলেছে
ঐক্যতা অনলে পুড়েছে।
No comments:
Post a Comment