মন খারাপের শহর
এম এ মাসুদ রানা
মন ভালো নেই,
মন খারাপের দিনে;
তুমি আমার কাছে নেই বিনে,
এই এবার, কান্না নিলাম কিনে।
মন ভালো নেই,
মন খারাপের রাতে;
চেষ্টায় তোমায় পাওয়া যায় যাতে,
মেঘলা আলো আসবে তো প্রভাতে।
মন ভালো নেই,
মন খারাপের প্রহরে;
তুমি দাঁড়িয়ে আছো কোন দুয়ারে?
আমি এক বসে আছি বিষন্ন শহরে।
মন ভালো নেই,
মন খারাপের ক্ষন;
বুকের ভেতর চলে অবিরাম রণ,
একলা বসে বসে করি অনুরণন।
No comments:
Post a Comment