Monday, February 14, 2022

বাসন্তী তুমি

 বাসন্তী তুমি

এম এ মাসুদ রানা 


চেয়েছিলাম বসন্তের সিক্ততা

বুকের পাঁজরে জড়াবো

নতুন নতুন ফুলের পাপড়িতে 

তুমি বললে সেজ আসবো।


তুমি চেয়েছিলে বাসন্তী শাড়ী

বিছানো বনের অরণ্যে 

নানা ফুলে ফুলে‚ বাসন্তী রঙে

জড়াবো হৃদয়ের বনে।


এই ফাল্গুনে সাজাবে অঞ্জনা

থাকবে হৃদয়ের ভরে

দু’টি হৃদয় এক সুতাতেই মালা

রেখেছি তোমার তরে।


রচনাকালঃ ১৪-০২-২০২২ খ্রি.

No comments: