_____যানজট______
__এম এ মাসুদ রানা__
রাস্তাঘাটে যায় না নামা
মানুষ জনের ভিড়ে
শহরেরি যতো যানবাহনে
রাখছে দেখা ঘিরে।
উচ্চস্বরে গাড়ি বাজায় হর্ন
ট্রাফিক বাজায় বাশি,
রৌদের তাপ আছে দারুন
ঘাম যে সদা পরে।
ট্রাফিক আইন মানে কতজন
গাড়ি চালায় জোরে,
যানবানের চরম উচ্চ হর্নে
মাথা গরম করে।
রাস্তাঘাটে কি আবার আসবে
আর শান্তি ফিরে?
কবে যে আমরারা পাবোব যেতে
শান্তির সেই নীড়।
No comments:
Post a Comment