Tuesday, September 25, 2018
Saturday, September 22, 2018
আবেগী মন
------- আবেগী মন
এম মাসুদ রানা
কাল সারাটা ক্ষন,
আমি মিশে ছিলাম তোমার বুকের পাঁজরে।
স্পষ্ট শুনতে পেয়েছি তোমার
প্রতিটি হৃদয় স্পন্দন।
তুমি অনুভব করতে পারনি
আমি দেখেছি তোমার চোখ,
সেই চোখে ব্যকুলতা দেখেছি,
কিন্তু তা আমার জন্য নয়।
কাল আমি মিশে ছিলাম
তোমার প্রতিটি শিরায় উপশিরায়,
স্পষ্ট শুনেছি রক্ত চলাচলের শব্দ
কিন্তু তুমি শুনতে পাওনি।
আমার বুকের একান্ত চাপা কান্না
যার স্রষ্টা তুমি,
আমি সারাক্ষন খুঁজেছি তোমায়
যে তোমাতে আমি হারিয়ে ছিলাম আমার আমাকে...
আমি খুঁজে পায়নি
কারন তুমি ছিলে অন্য কোন ভূবনে।
এম মাসুদ রানা
কাল সারাটা ক্ষন,
আমি মিশে ছিলাম তোমার বুকের পাঁজরে।
স্পষ্ট শুনতে পেয়েছি তোমার
প্রতিটি হৃদয় স্পন্দন।
তুমি অনুভব করতে পারনি
আমি দেখেছি তোমার চোখ,
সেই চোখে ব্যকুলতা দেখেছি,
কিন্তু তা আমার জন্য নয়।
কাল আমি মিশে ছিলাম
তোমার প্রতিটি শিরায় উপশিরায়,
স্পষ্ট শুনেছি রক্ত চলাচলের শব্দ
কিন্তু তুমি শুনতে পাওনি।
আমার বুকের একান্ত চাপা কান্না
যার স্রষ্টা তুমি,
আমি সারাক্ষন খুঁজেছি তোমায়
যে তোমাতে আমি হারিয়ে ছিলাম আমার আমাকে...
আমি খুঁজে পায়নি
কারন তুমি ছিলে অন্য কোন ভূবনে।
Friday, September 21, 2018
আত্মসমালোচনা
------ আত্মসমালোচনা
----এম এ মাসুদ রানা
আত্মসমালোচনা হলো এক বড় গুণ,
সুখ এক নিঝুম ছদ্মবেশী,
কেউ কারো দেখতে পারে না,
আবার সবাই খুজে বেসামাল ।
না জানি কত্তো হিংসা বিদ্বেষ
করি না পাপ পূণ্যের হিসাব,
কেবল মাত্র একটাই খুজি
সুখ শান্তি এই ভূ-জগতে।
খুজি না কাউকে আপন কে পর
পারি না হতে কারো আপন স্বজন,
কেন পারি না হতে কারো প্রিয়জন
খুজি না এটার কোন কারন।
সবে নিয়ে ভাবনা আসে বেলা অবেলা
কেবল মাত্র একটাই ভাবনা ভাবি না কোন বেলা,
অবসরে নিজেকে নিয়ে গভীর আত্মসমালোচনা।
----এম এ মাসুদ রানা
আত্মসমালোচনা হলো এক বড় গুণ,
সুখ এক নিঝুম ছদ্মবেশী,
কেউ কারো দেখতে পারে না,
আবার সবাই খুজে বেসামাল ।
না জানি কত্তো হিংসা বিদ্বেষ
করি না পাপ পূণ্যের হিসাব,
কেবল মাত্র একটাই খুজি
সুখ শান্তি এই ভূ-জগতে।
খুজি না কাউকে আপন কে পর
পারি না হতে কারো আপন স্বজন,
কেন পারি না হতে কারো প্রিয়জন
খুজি না এটার কোন কারন।
সবে নিয়ে ভাবনা আসে বেলা অবেলা
কেবল মাত্র একটাই ভাবনা ভাবি না কোন বেলা,
অবসরে নিজেকে নিয়ে গভীর আত্মসমালোচনা।
Sunday, September 16, 2018
স্বাধীনতা
_______"স্বাধীনতা"_______
______মোঃ-মাসুদ রানা_____
_________________________
স্বাধীনতা তুমি শহীদ জিয়ার
কালুরঘটের ধ্বনি,
স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা না কি?
বাংলার কমল বদন খানি।
স্বাধীনতা তুমি লাক্ষো শহীদের রক্ত দিয়ে কেনা
আমাদের স্বাধীন দেশের মাটি,
স্বাধীনতা তুমি মুক্তি জনতার
দেহতে রক্তমাখা পাটি।
স্বাধীনতা তুমি রক্তে রাঙা
বাংলার সবুজ রাজ পথ,
স্বাধীনতা তুমি বাঙালী বধূর
গৌরব উজ্জ্বল নথি।
স্বাধীনতা তুমি আবাল বৃদ্ধ বণিতার
কৃষক শ্রমিকের মুখে হাসি,
স্বাধীনতা তুমি গর্জে ওঠা-
পাগল, নিপীড়িত দেশ বাসি।
স্বাধীনতা তুমি যুদ্ধ জয়ের
মুখোরিত সেই গান,
স্বাধীনতা তুমি ছিনিয়ে আনা
বাঙালী জাতির প্রাণ ।
স্বাধীনতা তুমি দেখো না কোন অপরাধ
এই বাংলার প্রাণ
স্বাধীনতা তুমি যুগে যুগে যেন,
হয়ে আছ অম্লান ।
স্বাধীনতা তুমি বাঙালীর বুকে
থাকবে চিরস্মরণীয় হয়ে,
লাঞ্ছিত হতে দেবো না তোমা
য়
আগলেবো জীবন দিয়ে।
______মোঃ-মাসুদ রানা_____
_________________________
স্বাধীনতা তুমি শহীদ জিয়ার
কালুরঘটের ধ্বনি,
স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা না কি?
বাংলার কমল বদন খানি।
স্বাধীনতা তুমি লাক্ষো শহীদের রক্ত দিয়ে কেনা
আমাদের স্বাধীন দেশের মাটি,
স্বাধীনতা তুমি মুক্তি জনতার
দেহতে রক্তমাখা পাটি।
স্বাধীনতা তুমি রক্তে রাঙা
বাংলার সবুজ রাজ পথ,
স্বাধীনতা তুমি বাঙালী বধূর
গৌরব উজ্জ্বল নথি।
স্বাধীনতা তুমি আবাল বৃদ্ধ বণিতার
কৃষক শ্রমিকের মুখে হাসি,
স্বাধীনতা তুমি গর্জে ওঠা-
পাগল, নিপীড়িত দেশ বাসি।
স্বাধীনতা তুমি যুদ্ধ জয়ের
মুখোরিত সেই গান,
স্বাধীনতা তুমি ছিনিয়ে আনা
বাঙালী জাতির প্রাণ ।
স্বাধীনতা তুমি দেখো না কোন অপরাধ
এই বাংলার প্রাণ
স্বাধীনতা তুমি যুগে যুগে যেন,
হয়ে আছ অম্লান ।
স্বাধীনতা তুমি বাঙালীর বুকে
থাকবে চিরস্মরণীয় হয়ে,
লাঞ্ছিত হতে দেবো না তোমা
য়
আগলেবো জীবন দিয়ে।
উৎসর্গ চন্ডি চরন
_______উৎসর্গ চন্ডি চরন________
__মোঃ-জুলফিকার আলি(জিল্লুর)_
কাব্যমালার কাব্যগুলি
জলদানিতে রেখেছি ঝুলি
গীতিমালার গুচ্ছগুলি
কণ্ঠনালির বীণায় গেঁথে
অপেক্ষা যে করছি আমি
কখন পাবো কখন দেব
সব সাজানো
আমার মনের পদ্যগুলি
তাঁহার গলায় পরবে ঝুলি
অনেক রঙ্গের রংতুলি অাজ
সাজিয়ে নিলাম তাঁহার তরে
যাঁহার লয়ে
কৌমুদীরই শিশির ভেজা
সব ফুলতেই সাজিয়ে দেবে
ছন্দমালার অঙ্গগুলি।।
__মোঃ-জুলফিকার আলি(জিল্লুর)_
কাব্যমালার কাব্যগুলি
জলদানিতে রেখেছি ঝুলি
গীতিমালার গুচ্ছগুলি
কণ্ঠনালির বীণায় গেঁথে
অপেক্ষা যে করছি আমি
কখন পাবো কখন দেব
সব সাজানো
আমার মনের পদ্যগুলি
তাঁহার গলায় পরবে ঝুলি
অনেক রঙ্গের রংতুলি অাজ
সাজিয়ে নিলাম তাঁহার তরে
যাঁহার লয়ে
কৌমুদীরই শিশির ভেজা
সব ফুলতেই সাজিয়ে দেবে
ছন্দমালার অঙ্গগুলি।।
Saturday, September 15, 2018
অজুহাত
&&&&&&&& অজুহাত &&&&&&&&&
%%%%%% মাসুদ রানা %%%%%%%%
আমায় তরীমণি বলে আর কেউ ডাকবে না।
ভালোবেসে কেউ আর কবিতা লিখবে না।
রংধনুর সাত রং নিয়ে কেউ আসবে না।
যা-হোক, বলবি দোষ কি ছিল আমরা?
আমায় ছেড়ে তাহলে, কেন চলে গেল?
ওহ! তুই তো বলছিস, ওটা তোমার অভিনয়।
তবে, আমি যেটা জানেছি,
ওটা তোমার মিথ্যা অজুহাত।
আমার বিস্বাস,
তুমি ঠিক একদিন সবকিছু ঠিক করে
আমার নদীর খেয়ায় ভাসাবি।
আর বুকে জরিয়ে বলবি,
আমি পারি নাই ভুলতে তোমাকে।
Thursday, September 13, 2018
কোন কিছুই তোমার সমান নয়
______কোন কিছুই তোমার সমান নয়_____
এম এ মাসুদ রানা
এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব! পাচ্ছো না?
একটু দাঁড়াও আমি তৈরী হয়ে নিই ।
এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব! পাচ্ছো না?
তেমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার ওটা নয়, ওটা চুল ।
এই হলো আমার আঙ্গুল, এইবার স্পর্শ করো,–না, না, না,
ওটা নয়, ওটা কন্ঠনালী, গরলবিশ্বাসী এক শিল্পীর
মাটির ভাস্কর্য, ওটা অগ্নি নয়, অই আমি–আমার যৌবন ।
সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ–প্রেমিক,
ওখানে কী খোঁজ তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ;
রমণীর ভালোবাসা না-পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী,
নীল হয়ে জমে আছে ঘাসে,–এর ঠিক ডানপাশে, অইখানে
হাত দাও, হ্যাঁ, ওটা বুক, অইখানে হাতা রাখো, ওটাই হৃদয় ।
অইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্পনি;
অই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল তুমিই থাকো নি ।
এম এ মাসুদ রানা
এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব! পাচ্ছো না?
একটু দাঁড়াও আমি তৈরী হয়ে নিই ।
এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব! পাচ্ছো না?
তেমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার ওটা নয়, ওটা চুল ।
এই হলো আমার আঙ্গুল, এইবার স্পর্শ করো,–না, না, না,
ওটা নয়, ওটা কন্ঠনালী, গরলবিশ্বাসী এক শিল্পীর
মাটির ভাস্কর্য, ওটা অগ্নি নয়, অই আমি–আমার যৌবন ।
সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ–প্রেমিক,
ওখানে কী খোঁজ তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ;
রমণীর ভালোবাসা না-পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী,
নীল হয়ে জমে আছে ঘাসে,–এর ঠিক ডানপাশে, অইখানে
হাত দাও, হ্যাঁ, ওটা বুক, অইখানে হাতা রাখো, ওটাই হৃদয় ।
অইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্পনি;
অই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল তুমিই থাকো নি ।
Friday, September 7, 2018
Wednesday, September 5, 2018
শৈশব
#########শৈশব ########$
@@@@ মাসুদ রানা@@@@@
দিনগুলি মোর সোনার খাঁচায়
রইল না, রইল না।
সে যে আমার নানা রঙ্গের দিনগুলি,
হারানো স্মৃতির নিকুঞ্জপথে।
কুঁড়াই ঝরা ফুল, একেলা আমি।
হারায় না কিছুই যত কথা যত গান,
সবই আছে, সবই সবই থাকে
কিছুই যায়না ভোলা।
ভুলে থাকে যে তো নয় ভোলা,
বিস্মৃতি মর্মে বসিয়ে রক্তে মোর দিয়েছে যে দোলা।।
@@@@ মাসুদ রানা@@@@@
দিনগুলি মোর সোনার খাঁচায়
রইল না, রইল না।
সে যে আমার নানা রঙ্গের দিনগুলি,
হারানো স্মৃতির নিকুঞ্জপথে।
কুঁড়াই ঝরা ফুল, একেলা আমি।
হারায় না কিছুই যত কথা যত গান,
সবই আছে, সবই সবই থাকে
কিছুই যায়না ভোলা।
ভুলে থাকে যে তো নয় ভোলা,
বিস্মৃতি মর্মে বসিয়ে রক্তে মোর দিয়েছে যে দোলা।।
Tuesday, September 4, 2018
নারী
@@@নরী@@@
@@মাসুদ রানা@@
নারীর জন্য বাড়ি গাড়ী
নারীর জন্য মন,
নারী ছাড়া এই দুনিয়ায়
কী আছে আর কন?
@@মাসুদ রানা@@
নারীর জন্য বাড়ি গাড়ী
নারীর জন্য মন,
নারী ছাড়া এই দুনিয়ায়
কী আছে আর কন?
নারী পেলে কব্য লিখি
সুন্দরে হয় লীন
নারী থেকে বিমুখ থাকে
কোন সে হৃদয়হীন?
নারী মাতা, নারী ভগ্নী
নারী হয় আপনজন
নারী আছে, থাকবে নারী
নারীর জন্য হয় রণ।
পুরুষের জীবনে সঙ্গে নারী
গড়বে সাধের সমাজ
আছি সদা মিলেমিশে তাই
সমাজটা সুন্দর আজ।
Monday, September 3, 2018
বিদায়
*********বিদায় *********
+++++মাসুদ রানা+++++
বিদায়ের দিনটা ঘনিয়ে এলো
আমি চলে যাবো দূরে,
জানাচ্ছি সকলকে বিদায়ী সালাম,
অশ্রু বেয়ে আবোরে।
থমথমে হয়ে আছে তোমাদের
চলন্ত পড়ালেখার গতি,
একে একে হচ্ছে সব চলমান
কিছুু অতীতের ইতি।
উস্তাদ ও বন্ধু কেউ রবে না পাশে
হবে কেউ অজানা
আমাদের পক্ষ থেকে তোমাদের
জানায় শুভ কামনা।
Subscribe to:
Posts (Atom)