Thursday, March 28, 2019

অপূর্ণ ইচ্ছা

________ অপূর্ণ ইচ্ছা ________
_____ এম এ মাসুদ রানা ______

বুক ভরা আশা নিয়ে
এসেছিলাম তোমার কাছে,
তোমাকে ভালোবাসবো বলে
তুমি আমাকে ভালোবাসবে বলে।

বুক ভরা ভালোবাসা ছিল
সাগর সম গভীর বিশ্বাসও ছিল
পূর্ণিমা জ্যোস্না রাতের মত
নিশি জাগা সেই সুখ তারা
আগে যেমন ছিলো
আজও ঠিক তেমন আছো
যেমনটি ছিলো সে দিনে।

শুধু সময়ে বদলে গেছে
তোমার মনের টান।
অনুভূতিও হারিয়ে গেছে
কমল মনে দিলে যে,
সবুজ বুকে ক্ষত চিহ্ন
পোড়া মনের ভাজে ভাজে
কি যে,বিষাদের গন্ধ?
ইচ্ছেটা রইলো অপূর্ন!

Monday, March 25, 2019

স্বাধীনতা

_______"স্বাধীনতা"_______
______মোঃ-মাসুদ রানা_____
_________________________

স্বাধীনতা তুমি শহীদ জিয়ার
কালুরঘটের ধ্বনি,
স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা না কি?
বাংলার  কমল বদন খানি।

স্বাধীনতা তুমি লাক্ষো শহীদের রক্ত দিয়ে কেনা
আমাদের স্বাধীন দেশের মাটি,
স্বাধীনতা তুমি মুক্তি জনতার
দেহতে রক্তমাখা পাটি।

স্বাধীনতা তুমি রক্তে রাঙা
বাংলার সবুজ রাজ পথ,
স্বাধীনতা তুমি বাঙালী বধূর
গৌরব উজ্জ্বল  নথি।

স্বাধীনতা তুমি আবাল বৃদ্ধ বণিতার
কৃষক শ্রমিকের মুখে হাসি,
স্বাধীনতা তুমি গর্জে ওঠা-
পাগল, নিপীড়িত দেশ বাসি।

স্বাধীনতা তুমি যুদ্ধ জয়ের
মুখোরিত সেই গান,
স্বাধীনতা তুমি ছিনিয়ে আনা
বাঙালী জাতির প্রাণ ।

স্বাধীনতা তুমি  দেখো না কোন অপরাধ
এই বাংলার প্রাণ
স্বাধীনতা তুমি যুগে যুগে যেন,
হয়ে আছ অম্লান ।

স্বাধীনতা তুমি বাঙালীর বুকে
থাকবে চিরস্মরণীয়  হয়ে,
লাঞ্ছিত হতে দেবো না তোমায়
আগলেবো জীবন দিয়ে।

বার্তা

__________ বার্তা ___________
®®® এম এ মাসুদ রানা ®®®

বলবো না গো কোনদিন
আমার বার্তাটা পড়,
বলছিলে তো পড়বে
আজ কেন গো এমন হলো।

বার্তা দেওয়া যদি হয় অপরাধ
তা নিয়ে করবো না কোন প্রতিবাদ
তোমায় বার্তা দিয়ে যে ,
পেলাম আঘাত সে আঘাতে
সে আঘাতে জ্বেলে দিবস রাত।

পরিশেষে বলি ,
শুধু একবার, শুধু একবার
দ্যাখ আমার বার্তাটা।
বার্তা না দেখলে
বিফল হবে এই শুভ বার্তা।

Sunday, March 24, 2019

শুভ রজনী


****** শুভ রজনী ******
*** এম এ মাসুদ রানা ***

তুমি চলেই যাবে যদি!
তবে এসেছিলে কেন? 
মায়াবতী কপল নিয়ে 
বলে গেলে শুভ রজনী।

এমন করে খেললে কেন লুকোচুরি?
প্রতি ক্ষণেতো চলে তোমার খেলা।
খেলার ভেলায় ভাসালে তুমি 
নিলে না কোন খবর?
শুধু বলে গেলে শুভ রজনী।

রজনীর শুভ ক্ষণে বলি যাচে যাচে
তুমি কেমন আছো লুকোচুরি খেলে,
খেলার ভেলায় ভাসালে আমায় 
ভাসলে না একবারও তুমি।

Thursday, March 21, 2019

আবেগ

 ___________ আবেগ __________
            এম এ মাসুদ রানা 

জানি না কেন তোমার এতো  আবেগ
তোমার উতলা আকাশে জমেছে মেঘ,
বৃষ্টি  ঝড়িয়ে তোমার আবেগ করো শেষ
ঝড়াও জল আছি তো কাছাকাছি বেশ।

তুমি চেয়ে দেখো আমার পানে
সূর্যালোকে ফোটা কত রকমের  ফুলে,
ফাল্গুনে মৌ মৌ গন্ধে পাখি উদাস মনে গায়,
তৃষ্ণাতূর মনে জাগে যদি শিহরণ কোন ক্ষণে
শুকে নিও ফল্গুধারা সুরভী ঘ্রাণ ভাঙ্গা নিশিতে।

যদি মন কাঁদে আগেব ভুলে কোন লগনে
ব্যাকুল হয়ে থাকবে না কখনো যত্নে
চাদনী রাতের শিশির কণায়  ভিজে গেলেও 
তুমি খুজে পাবে আমারে!
আমি বলি ফিরে এসো আমার পানে।

Sunday, March 17, 2019

উপহার

******** উপহার *******
**** এম এ মাসুদ রানা ****

কেন তুমি বারে বার আসো?
কেন তুমি বারে বার ডাকো?
কেন তুমি বারে বার হাসো?
কেন তুমি বারে বার অভিমান করো?

জানি না তো এতে তোর কি লাভ?
জানি না তো এটা তোর কোন প্রতিবাদ?
জানি তো এটাতে আমার কি ক্ষতি ও লাভ?
জানি নাতো তোর কেন এতো নিরব প্রতিবাদ?

আমি বলি শুনো তুমি,
কেন কিছু বলনা তুমি?
তোর তো কিছু না কিছু বলার আছে,
বলতে চেয়েও কেন এতো লুকোচুরি?
যা বলার তা বলতে হবেই।
কোন করো, দ্বিধা আর দণ্ড।

আরো বলি, শুনে নিও তুমি,
আসা যাওয়া কি ভাবনা
কেউ নিরুদ্দেশে যাবে না।
যার কামনা বাসনা বারে বার,
আমি নেব তোমার উপহার।

Thursday, March 14, 2019

ফিরে এসো তুমি


***** ফিরে এসো তুমি
✪✪ এম এ মাসুদ রানা 

বৃষ্টির জন্য বসে আছি; 
যদি বৃষ্টি আসে,
বৃষ্টির পথ চেয়ে আছি
বৃষ্টি এলে নাচি।

মনে হয় বৃষ্টি নামবে
বাজবে আনন্দের বাজ
আকাশ ভেঙে প্রবল 
বৃষ্টি নামবে আজ।

আকাশে মেঘ রয়েছে 
বাতাসে স্তব্ধতা
আমার আকাঙ্খা বৃষ্টি 
রয়েছি আমি বদ্ধতায়।

আমার পানে 
সজীবতা হয়ে মৃয়মান প্রাণ
ফিরে এসো তুমি 
ফিরিয়ে দাও ভালোবাসার মান।

Wednesday, March 13, 2019

ছলনা

___________ ছলনা
______ এম এ মাসুদ রানা

ভালোবাসা দিয়ে আবার উধাও হয়ে গেলে,
এ কেমন প্রেম  দিলে বলো আমায়।
দাও নাই  প্রেম শুধু দিয়েছিলে  ছলনা,
মন নিয়ে খেলা খেলেছ আমার।

ছলনার মায়াজালে বেঁধেছিলে আমায়,
দু:খ বেদনা ছাড়া কি দিলে তুমি।
খেলার ছলে আমায় করেছিলে সাথী,
মন ভাঙ্গা যন্ত্রনা দিয়েছো দিবারাতি।

তোমাকে ভালোবেসে নিঃস্ব হয়েছি আমি
 পেয়েছি অনেক লাঞ্চনা আর বঞ্চনা,
ভালবাসার উল্টো পিঠে থাকে শুধু ঘৃনা।
মমতা যদি হয় নারীদের শ্রেষ্ঠ সম্মান,
সেই তুমি সম্মানে করেছো অপমান।
ভালবাসা কাকে বলে আজও বুঝলে না,
বুঝবে সেই দিন যখন আমি থাকব না।

Tuesday, March 12, 2019

মিছে ভাবনা

____ মিছে ভাবনা___
__এম এ মাসুদ রানা__

যখন তুমি কাছে ছিলে,
যখন তুমি পাশে ছিলে,
যখন তুমি আশার বানী শুনানে,
যখন তুমি খেলেছিলে লুকোচুরি।

আর বলেছিলে ভালোবাসি
তোমাকে ভালোবাসি।
তুমি একবার বল না ভালোবাসি
আমিতো তোমাকে ভালোবাসি
তোমারই পাশে আছি এবং থাকবো।

আমি যাচি নাই কোন কথা
বলি নাই বাসি ভালো তোমাকে,
তোমাকে নিয়ে ছিলনা কোন বাসনা
কনিনাই কোন জল্পনা ও কল্পনা,
বসি না ভালো তোমায়
বলেছি এই মুখে,
ফিরিয়ে দিয়েছি আমি ব্যথা দিয়ে বুকে।

তব কেন, তুমি চলে যাওয়া
আমর চাঁদ ডোবা ডোবা মনে হয়।
তোমাকে যাচিতে মন চায়
তুমি এখনো আমায় ভালোবাসো
আগের মত এখনো আমায় মনে রাখো।

Sunday, March 10, 2019

মিথ্যাবাদী

_____  মিথ্যাবাদী
___ এম এ মাসুদ রানা

স্বার্থপর চোখ ও দুঃখময় হাসি
বিদীর্ন চোখ পাথরের ঢেউ।
সঙ্কটময় চোখ ও আষাঢ়ে নদী
ফসিল চোখ  আঁধারের কেউ।

ভ্রান্ত চোখ ও টলমল নদীর জল
জখম চোখ একাকী বৈরাগী।
আমানত চোখ ও অধিক ধর্মীয়তা
মিথ্যাবাদী চোখ এক নষ্ট দীঘি।

জলসা চোখ ও গার্স্থালী সম্পত্তি
রাখালী চোখ দারিদ্র চোষা।
আহত চোখ ও বিষাক্ত কথা
দ্রব্য চোখ শুধু মন কষা।

Saturday, March 9, 2019

ললনা তোমাকে বলছি

ললনা তোমাকে বলছি
__ এম এ মাসুদ রানা

ললনা করো না প্রতারনা
বাড়িয়ে দিতে এসো না হাত;
তবে বদলে দেবো পৃথিবী,
বদলে দেবো তোমায়।

ভেঙে গুড়িয়ে দেবো জগৎ সংসার!
আগুন জ্বালিয়ে দেবো ধরনীর তলে,
আমার হৃদয়ের সাথে করো মিথ্যে প্রতারনা।
ভেবোনা এই আমার সতর্কবার্তা
এই আমার জ্যেষ্ঠ স্লোগান।

নিতান্ত নিবেদন,
একান্ত অনুরোধ তোমারি তরে।
ভালোবাসার আহ্বান হোক
ফাল্গুনের পলাশের ফুলে ফুলে;
হোক শ্রাবণও বৃষ্টি ধারায়
ভালোবাসা দুটি প্রাণের স্পন্দনে,
বিশ্বাসের অটুট বন্ধনে,
নিঃস্বার্থ হৃদয়ের অনুভূতিতে,
ফোটাও সুবাসিত সদ্য গোলাপ।

অব্যক্ত কথা

অব্যক্ত কথা
এম এ মাসুদ
রানা


তুমি সুখী হলে,
এই আমি দূরে রবো
ভেবোনা না মিছে বিরহে
 চিরদিন দু:খ পাব,
তোমার স্মৃতি ভেবে ভেবে।
হৃদয় কত না রঙয়ের স্বপ্ন দেখে যায়।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে যদি নামে অকারনে শ্রাবণ
ভেবে নেবে সব কিছু ভাগ্যের লিখন।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে  আর দেখব না।

Saturday, March 2, 2019

অধরা

_________ অধরা _________
_____ এম এ মাসুদ রানা _____

জীবনের চরম কর্মব্যস্ত ক্ষণে
তবুও তোমায় পরে মনে।

চার রাস্তার মোড় কিংবা
ল্যাম্প পোষ্টের পাশে দাড়িয়ে
বলি কেমন আছো তুমি।

কখনো কখনো ক্লান্ত মনে
বিশ্রামের শুভ ক্ষণে,
কত কথা জাগে মোর মনে
ঠিক তখনও,
জাগো তুমি মোর মনে।
হলে বুঝি মোর বনলতা সেন।

মোর ক্লান্ত অবসান করতে
হবে তো বনলতা প্রয়োজন।
তাই বলি শুনো নাতো তুমি
বলো না তো কখনো,
আমি সেই বনলতা।

Friday, March 1, 2019

নিঃসঙ্গতা


 নিঃসঙ্গতা 

এম এ মাসুদ রানা 


গৌধুলি বিকাল বেলায় 
সূর্য যখন অস্ত নামে!
গৌধুলীর রঙ মেখেছি গায়
ছুটছে নীড়ে পাখির দল।

দখিনা হাওয়ায় ভরেছে দেশে
মৃদুল হাওয়া নাড়ছে চুল।
চোখে মোর স্বপ্ন ভরা
ভাসছে যেন জলে ফোঁটা পাদ্ম।

সোনালী রং ধরেছে মনে
পশ্চিমাকাশ হচ্ছে ম্লান। 
স্বপ্নের প্রজাপতি মেলেছে ডানা
এক পশলা ভালোবাসা দিয়ে অন্তরে।