_____ নীল পরী ______
__ এম এ মাসুদ রানা __
নীল আকাশের নীল পরীরা
উড়ছে দিবানীশি,
আমার বাড়ি আসলে তরা
বাজবে সুখের বাঁশী।
নীল পরীরা নীল জামাতে
কি সুন্দর নীল চোখ!
এই চক্ষু দেখলে তাদের
রইবে নাকো দুঃখ শোক।
আমার প্রিয়া যদি পড়তো জামা
নীল কারুকাজে আঁকা,
ডাকতাম কি আর নীলপরীদের
থাকতাম না বসে একা একা!
No comments:
Post a Comment