_______ শ্রাবণ _________
___ এম এ মাসুদ রানা ___
আকাশ ঘিরে মেঘ করেছে
ডাকছে কড়কড়!
বৃষ্টি হবে মুষলধারে খবর
শুনে সবাই জড়সড়,
সূয্যি মামা দেয় দিবে না
কথায় হবে না নড়চড়।
রোজ সকালের স্নিগ্ধ আলো
আছরে পরা ভূবন মাঝে,
হৃদয় দুয়ার খুলে দিয়ে থাকি
সকাল সন্ধ্যা সাঁঝে।
চোখে জমা বিষাদ টুকু
কলো মেঘের সাথে,
যাক নিমিষে ধুয়ে সকল
বৃষ্টি ভেজা রাতে।
ভালোবাসার নামবে শ্রাবণ
মনের ছুঁয়ে যাবে যাতে।
No comments:
Post a Comment