জীবনের হিসাব
এম এ মাসুদ রানা
নয়ন হয়েছে অশ্রু সজল,
মনে কষ্ট প্রয়োগ করে বল,
মুখে লুকানো হাসির ছল
চারপাশে অট্টহাসির ছলবল।
যে হাসিয়ে ছিলো, এক শুভ লগ্নে
সেই আবার কাঁদায়, অতি যতনে,
তবুও, নিরবে হেঁটেই চলি সুখের পতনে
পথের পর পথ ঘুরে খুঁজি অমূল্য রতন।
আমার নেই কোন জীবনের গল্প
আমার জীবনটাই অতি অল্প।
গল্প আছে হয়ত সল্প
সল্প গল্পেই করি আবার কল্প।
তবুও, খুঁজি গল্পের শেষ অধ্যায়,
কল্পনায় ভাসি,কল্পনায় ডুবি তাই।
কেটে যাচ্ছে সময়, জীবন যাচ্ছে বেশ
জীবনের হিসাব কষতেই সময় শেষ।
No comments:
Post a Comment