প্রায়োপবেশন
এম এ মাসুদ রানা
অনাদর একোন অনাদর,
বড় অবহেলা পেলাম ভালোবেসে,
নিঃশ্বাস টুকু রেখে হারিয়ে য়াবে শেষে।
এমন কি করবো বলো?
কেমন করে রব একা?
ফিরে দেখো এখনও আছি দাঁড়িয়ে,
আমি যায়নি এখনো হারিয়ে
হাত দু'টো রেখেছি বাড়িয়ে!
কেন হঠাৎ তুমি এলে?
হৃদয়ে জায়গা করে নিলে,
আপন করে নিয়েছিলে।
পেয়েও হারানো যায় না,
হারিয়ে যাবার করছো বাহানা।
বাঁচার মানে টা যাবে হারিয়ে
যদি মন থেকে দাও তারিয়ে!
শুনছো কি তুমি আমার কথা?
বুঝেছো আমার মন কি চাই?
অতি গোপনে তোমায় শুধাই
আগে করো নাই কেন যাচাই?
এখন করো না আর বাছাই।
এমন করছো কিসের আশায়
পাগলামি করো কোন নেশায়।
বিচ্ছেদের বেদনা করে শনশন
এখন করি মরনের জন্য অনশন।
No comments:
Post a Comment