Friday, November 27, 2020

মন্ত্রী পরিষদ নিয়ে কথা

 মন্ত্রী পরিষদ নিয়ে কথা   

 "এম এ মাসুদ রানা" 


মন্ত্রী পরিষদের পরিকল্পনায়

ক্ষেপেছে মহিষ ও গোরু,

রেগে বেগে বলে মানুষ গুলো 

করলো আবার কি শুরু? 


মাছ ভাত আর কোরমা পোলাও 

আমরা আরা কি খাই?

খড়, ভুষি, ঘাস আর কচুরিপানা 

আমরা বাঁচার জন্যই চাই ।


সেটাতেও তোর হাত দিলে

হিংস্র মানব জাতি, 

মন চাচ্ছে  দানব গুলোর

মাথায় মারি ঘুষি লাথি। 


গোরু বলল দেখছি আমি 

তোরা আমার চেয়েও গোরু, 

কেমন করে এমপি মন্ত্রী হলো

মোরা মারি মাথায় ঝাড়ু?


ছাগল বলে ওরা হলো পাগল

কেমনে সংসদে পেল ঠাই ,

পাবনার সেই পাগলা গারদ 

সংসদকে বানাতে চাই। 


ঘোড়া ভেড়ার গভীর দৃষ্টি 

কচুরিপানার তরে, 

এগুলোও যদি মানুষে খায়

না খেয়ে যাবো মরে।


আমি বলি মাননীয় মন্ত্রী 

একটি বয়ান শুনুন, 

কচুরিপানার ভাবনা ছেড়ে 

ভালো কিছু নিয়ে ভাবুন ।


মাঝে মাঝে অনেকেই বলছে

খাদ্য খেতে কম,

কেউ বলেছে ভাত না খেয়ে 

আলু খাবেন হরদম।


জনতায় তাদেরকে বলে পাগল 

কতই দিয়েচ্ছে ধিক্কার,

মন্ত্রী পরিষদে মন্ত্রী হতে গেলে 

প্রয়োজন আছে শিক্ষার।


রচনাকাল:১৮/০৩/২০২০ ইং

No comments: