Friday, February 12, 2021

ভিন্ন মন

 ভিন্ন মন 

এম এ মাসুদ রানা


তুমি  সবকিছু হ্যাঁ বলো

তুমি বলতে চাও না,

তোমার অনুভূতে আমি এক না।

সব ভালো তুমি দেখতে পাও না,

তোমার চোখে সব দেখো না।


তুমি সব ঘ্রাণ নিতে চাও,

সব ঘ্রাণ কিন্তু এক না।

তুমি সব কিছুই ধরতে চাও,

সবকিছু ধরা ঠিক না।


তুমি সব খাবারই খেতে চাও ,

সব খাবার খাওয়া উচিত না।

তুমি সব জায়গা ঘরতে চাও, 

সব জায়গা যাওয়া ভালো না।


তুমি আবার ফুটপাতে যেতে চাও না,

অসহায়দের নিয়ে ভাবো না।

তুমি অসহায়দের পাশে দাঁড়াতে চাও না,

তোমার ইচ্ছা বাসনায় আমি এক না।


তুমি দরিদ্রপল্লি নিয়ে, ভাবো না,

তোমার ভাবনায় আমি এক না।

তুমি সব কিছু নিয়ে ভাব না  

আমি তোমার ভাবনায় এক না।


তুমি খারাপ বর্জন করতে চাও না,

তোমার সব অর্জন ভালো না।

তুমি মুক্ত আকাশ গড়তে চাও না,

তোমার ভাবনা আমার ভাবনা এক না।


রচনাকাল ১২/০২/২০১৮

No comments: