Wednesday, February 17, 2021

মিলনের সুর

 মিলনের সুর 

এম এ মাসুদ রানা 


ধরণীর তলে আমরা মানুষ

সবাই এক পরিবার,

জাতি বর্ণ গোত্র ভিন্ন যদিও 

আছে হাজার হাজার।


রক্ত রং হয় না কারো সাদা

প্রাণে দুঃখ সয়না,

বায়ু-পানি, হাসি-কান্না, ক্ষুদা-নিন্দ্রা, 

ভিন্ন ভিন্ন হয় না। 


ধরনীর তলে আছে মানব জাতি 

কাজে হয়তো কাছাকাছি, 

প্রয়োজনের খাতিরে খুঁজি সবাইকে 

যোগাযোগ হয় না মিছামিছি। 


এই আমি হলাম অতি ক্ষুদ্র মানুষ 

সকলের কাছে একটাই দাবি,

এই পৃথিবী হলো স্বর্গের মতোই সুন্দর

মিলনের সুর গাইবো সবি।

No comments: