Friday, April 23, 2021

অব্য আর বিষন্ন

 অব্য আর বিষন্ন 

এম এ মাসুদ রানা 


থমথমে সব চুপিচুপি কলরব

বেআইনে পুড়ছে আইন সব।

পাংশু মুখ, দুরুদুরু করছে বুক

দুর্নাম আর বদনামে অনেক সুখ 


কাছে আসছে, দূরে সরছে

শুধুই বাড়ছে ভালোবাসা,

এই কাঁদছে, আবার হাসছে

এটা প্রেম আজব তামাশা।


বাঁচা একা, আদৌতে দোকা

সে গিলছে সব এটাও দেখা

একান্ত নির্জনে অনিচ্ছার দহন

পুড়বার তৃষ্ণায় বাড়ছে সহন।

Thursday, April 22, 2021

বর্তমান রাজ্য

 বর্তমান রাজ্য 

এম এ মাসুদ রানা


হৃদয় গুলো আজ হয়েছে পাথর

ব্যথায় দুঃখে সমাজ খুব কাতর।

অন্ন অভাবে বসেছে গাছ তলায়

প্রহর গুণে ভিষণ ক্ষুধার জ্বালায়। 

দুধে ভাত খায়, থাকে পাঁচ তলায়

কারো কথা আসেনা কোন বেলায়।

কেউবা ভাসে মহাসুখের উদ্যানে

কেউবা আছে আর্তনাদের ময়দানে।

মরণকে কারে কখনো স্মরণ নাই

শুভ কাজকে বলে সর্বদা টা-টা বাই।

রাষ্ট্র জুড়ে ছড়িয়ে আছে দুর্নীতি

কোথায় গেলো ভাসানীর রাজনীতি।

চারদিকে চিৎকার আর হাহাকার

গোলাম হয়েছে সবাই শুধুই টাকার।

Saturday, April 10, 2021

ফুল ফটেছে

 ফুল ফুটেছে

এম এ  মাসুদ রানা 


ফুল ফুটেছে সুরভী ঢেলেছে

মুগ্ধ হয়েছে সবে,

প্রিয়া প্রিয় বলে আসবে কবে।


যা কিছু ছিলো তো সবি দিয়েছি

দিবসের শেষে বেলাতে,

তুমি করেছো পার কোন হেলাতে?


আমি এভাবেই চাই ঝরে যেতে

তোমায় সবি দিয়ে,

আমি থাকবো শুধু বেদনা নিয়ে। 


যেদিন, 

আমি আর আসবো না ফিরে

তোমার সাজানো নীড়ে, 

সাজানো পথে হাঁটবে ধীরে। 


সেদিন, 

আমি শুকনো ফুলের  মালা হয়ে 

মিলে যাবো ধুলোপথে,

তুমি থাকবে সজ্জিত এক রথে।

Wednesday, April 7, 2021

তুমি কি ভালোবাসো আমায়

 তুমি কি ভালোবাসো আমায়

------ এম এ মাসুদ রানা ------


কখনো আসো আমার আকাশে

মেঘবতি কপল নিয়ে ভাসো,

উড়ে এসে জুড়ে বাসো ক্ষণিকের

স্বপ্নমালা নিয়ে শুধু আসো।


আকাশের বুকে সাদা মেঘ হও

সাদা মেঘ এক রাশি পলকে,

তার কাছে যাবো তোমাকে 

পাবার তাড়নায় এক ঝলকে। 


একটু ভয়ে ভয়ে বলবো বলবো

সত্যি ভালোবাসি তোমায়।

তোমার কাছে যাচিবো আমিও

তুমি কি ভালোবাসো আমায়?


রচনাকালঃ ০৮/০৪/২০১৮

Monday, April 5, 2021

স্মৃতির দোহন

স্মৃতির দোহন 

এম এ  মাসুদ রানা 


একজন মানুষ,

আগুনে আর কতটুকু পুড়ে

সীমাবদ্ধ কার ক্ষয়, 

বিনাশ সীমিত হয় শরীর জুড়ে।


মন পুড়ে মনের দহনে

মন পুরার মত আর তো নয়, 

মানুষের মনে জ্বলে যে,

প্রজ্বলিত অগ্নিকে করা যাবে জয়।


দেখেছি তো সবাই 

আগুনের সোনালী লেলিহান শিখা

আগুন পুড়ালে তবু কিছু রাখে

মন দিয়ে থাকার নাই কোনই দিশা।


কিছুই বা থাকে,

হোক না তা ধূসর শ্যামল রং ছাই

মনের দহনে যদি পুড়ে

জমা থাকার মতো আর কিছুই নাই।


মন পুড়ালে কিছুই রহে না,

কিছুই থাকে না জমা,

বিরান ভূমি হয়ে যায়

কেহ করে না কাওকে ক্ষমা।


রচনাকাল ০৬/০৪/২০২১

Sunday, April 4, 2021

কুরআন হাদিস

 কুরআন হাদিস 

এম এ মাসুদ রানা 


কুরআন হোক জীবন সাথী 

ঈমানে আসুক নূর,

তাওবার মাধ্যমে জীবন গড়ী

হোক রজনী ভোর।


পবিত্র কুরআনে আছে সকল

রবের এহসান

হরফে হরফে আছে বিশেষ 

গুণের গুণগান।


পবিত্র কুরআনে হলো পরিপূর্ণ 

জীবন ব্যবস্থা

খোদার নামের শুরু আছে

শেষ কত যে, দূর।


হাদিসে হোক চলার সাথী

নবীজির গুণগান 

নবীর জীবনাদর্শ সকল কিছু

হাদিসে ফরমান। 


হাদিসে রয়েছে রাসূলের 

নির্দেশ ও তাঁর মত।

যাঁরাই চলে দেখানো পথে

তারাই হলো তাঁর উম্মত।

ছন্দ

 ছন্দ

এম এ মাসুদ রানা 


ছন্দে ছন্দে জীবন চালাই

ছন্দে নিয়ে খেলা,

ছন্দে ছন্দে কাব্য লিখি

সকাল সন্ধ্যা বেলা।


ছন্দে হাসা, ছন্দে কাঁদা

ছন্দে বলি কথা,

ছন্দে যাদুয় ছড়িয়ে দিবো

আমার ভালোবাসা।


ছন্দে ছন্দেই শুরু হয়েছিলো

ভালো বাসা-বাসি

ছন্দের ছন্দে শুরু হয়েছিল 

কাছে আসা আসি।


ছন্দে তোমায় চাই গো"প্রিয়া,

ছন্দের সুধা ভরী!

ছন্দে দিয়ে এই জীবন গাঁথা 

ছন্দ জন্যে মরি।

লকডাউন

 ★★★ নকডাউন ★★★

★ এম এ মাসুদ রানা ★


আজ চলছে লকডাউন, 

কাল চলবে লকডাউন,

আই লকডাউন আই,

তুমি ছাড়া কোন উপায় নাই। 


এই কারণে দেশটা গেল রসাতলে

ক্ষমতায় থাকবো ছলে বা কৌশলে।

মানবো না তোমাদের কোন দাবী 

তাইতো সবাই লকডাউনে আছি।


তোমার কারণে কর্মক্ষেত্রে, 

যাবার কোন রকমের উপায় নাই। 

গৃহে বসে করি শুধুই হাই-হাই,

সেই কারণে হৃদয় পুরে হচ্ছে ছাই।


ক্ষুধার জ্বালায় ক্ষীণ মোরা

চলতে পারিনা জোড়া জোড়া।

অনাহারে হাই, শরীর হয়েছে অচল

সমাজপতিরা শুধুই আছে সচল।


কর্মজীবী মানুষের কর্ম নাই 

পেটের জন্য লকডাউন নাহি চাই। 

মসনদের জন্য তারা লকডাউন চালাই

নিয়ন্ত্রণে জন্য প্রশাসন চলে দলে দলে। 


লকডাউনে হয় সমাজপতিদের লাভ 

সমাজের কথা বলে মুখে মাত্র ভাব।

জনজীবন নিয়ে নেই তাদের ভাবনা।

মসনদের জন্য চালাচ্ছে তারা,

লকডাউনের জন্য জঘন্য প্রতারণা।