Thursday, May 20, 2021

জাগো মুসলিম জাগো

 জাগো মুসলিম জাগো

এম এ মাসুদ রানা 


রক্তে রঞ্জিত হয়েছে আজ

ফিলিস্তিন, আরকান, কাশ্মী

জেগে ওঠো হে নববীর হিটলার

রক্ষা করো মুসলিম নত নহে শির


তোপ কামানের ভয় করো না

ভেঙে দাও আজ ইহুদিদের হাত,

চলো বক্ষে জয়ের সাহস নিয়ে

এবার রাখোরে মুমিন কাধে-কাধ।


জাগিয়ে তোল তোমাদের প্রতিবাদ

তারা সাহস না পায় করার সংঘাত,

চেয়ে আছি মুমিন জাগার আশায়

এখন ভাবার আর কোন সময় নাই।

No comments: