ছোট বেলার কথা
এম এ মাসুদ রানা
প্রভাতের হালকা আলো আসে
যখন জানালা দিয়ে
ছোট বেলায় শুনেছি সে ক্ষণে
গুনগুন কত গলা যে।
কত যে মধুর লাগত আমায়
শিশুকালে কিছু কথা
নিরবে থাকতাম একা একা
ঈদে নতুনত্বের ব্যথা।
আজো প্রভাতে আলো আসে
এখনো গগনে সূর্য হাসে
আসছেনা কেবল শিশুকালের
সেই মধুময় মিলন সুর,
আজিকে প্রভাতে ভেসে আসে
শুধুই গান বাজনার ধ্বনি
আসেনা শুরু হৃদয়ে মাঝে সেই
শিশু কালের সময়ের বানী।
No comments:
Post a Comment